বাংলারজমিন

অসমাপ্ত কাজ শেষ করতে চান সোহ্‌রাব উদ্দিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:৪০ পূর্বাহ্ন

 কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন তার নির্বাচনী এলাকার অসমাপ্ত কাজ শেষ করতে আবারও নৌকায় ভোট চেয়ে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এমপি হওয়ার পর গত পাঁচ বছরে দুই উপজেলায় প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন, যার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন বলে জানান। আবারও সুযোগ পেয়ে অসমাপ্ত কাজ শেষ করতে চান তিনি। তিনি তাঁর সময়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। যার ছোঁয়া পড়েছে পাকুন্দিয়া ও কটিয়াদীতেও। গত পাঁচ বছরে পাকুন্দিয়া ও কটিয়াদীতে সড়ক ও জনপথ বিভাগের টোক হতে কিশোরগঞ্জ, বটতলা হতে কটিয়াদী ও ভৈরব হতে কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তার উন্নয়ন এবং এলজিইডি কর্তৃক আড়াইশ কিলোমিটারের ওপরে রাস্তা পাকাকরণ ও মেরামত করা হয়েছে।  সোহ্‌রাব উদ্দিন বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধি নিয়ে উন্নয়নমূলক কাজ করেছি। আবারও সুযোগ পেলে পাকুন্দিয়া ও কটিয়াদীকে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status