বাংলারজমিন

গোয়াইনঘাটে সতীনের হাতে খুন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৫২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মোবাইলফোনে কথাকাটাকাটির জের ধরে সতীনের হাতে মনোয়ারা বেগম নামের এক গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে। মারপিট ও শ্বাসরোধ করে ওই গৃহবধূকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের। নির্মম হত্যাকাণ্ডের শিকার গৃবধূর নাম মনোয়ারা বেগম। উপজেলার তিনি ৮নং তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের আবদুল মতিনের স্ত্রী। বুধবার দিবাগত রাত ৯টায় উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই চিকিৎসার জন্য মনোয়ারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে  নিহতের সতীন সাহেনা বেগম ও তার মেয়ে সুলতানা বেগমসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায় নিহত মনোয়ারা বেগমের সঙ্গে মোবাইলফোনে কথা বলা নিয়ে তার সতিন সাহেনার কথাকাটাকাটির জের ধরে তাকে বেধম মারপিট করে আহত করা হয়। ঘটনার পর চিকিৎসার জন্য মনোয়ারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজিউল্লাহ খান, এসআই আবদুল বাসেতসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে  নিহতের সতীন  সাহেনা বেগম ও তার মেয়ে সুলতানা বেগমসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল জলিল জানান, গৃহবধূ খুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status