বাংলারজমিন

৪টি চোরাই গাড়িসহ মূল হোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৫২ পূর্বাহ্ন

 সাভারের আশুলিয়ায় চারটি চোরাই গাড়ি ও বেশকিছু ভুয়া নাম্বারপ্লেটসহ গাড়ি চোর চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন চোরাই গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে। গতকাল ভোররাতে গাজীপুরের কোনাবাড়ি আমবাগান মহল্লার ঢালাই কারখানার সামনে থেকে গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মূল হোতা মো. হৃদয় মোল্লা (১৮) সে কোনাবাড়ি এলাকার মো. আয়নাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া ফারুক ওরফে আনিছুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাবেদ মাসুদ বলেন, ১০ই সেপ্টেম্বর আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে একটি নীল রঙের একটনি গাড়ি হারানো যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে পুলিশ চোরাই গাড়িটি উদ্ধারের কাজ শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গাড়িটির অবস্থান সনাক্ত করা হয়। এর ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে কোনাবাড়ী আমবাগান এলাকার মো. ফারুক ওরফে আনিছুর রহমানের বাড়ির সামনে থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে আরও দুটি জ্যাক ট্রাক, একটি নোয়া মাইক্রোবাস, বিভিন্ন চোরাই গাড়ির ২৫টি নাম্বারপ্লেট, কাগজপত্র জব্দ এবং গাড়ি চোর চক্রের মূল হোতা হৃদয় মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার হৃদয় মোল্লা, তার বাবা মো. ফারুক ওরফে আনিছুর রহমানসহ পারিবারিকভাবে চোরাই গাড়ি বেচাকেনার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মূল হোতা হৃদয় মোল্লাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status