ইলেকশন কর্নার

সোনারগাঁয়ে ড. সেলিনার পক্ষে নারী সমাবেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৩৬ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগ থেকে ড. সেলিনা আক্তারকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন সোনারগাঁয়ের নারী নেতৃবৃন্দ। প্রয়োজনে সোনারগাঁয়ের সর্বস্তরের নারীরা ড. সেলিনার পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথাও বলেন। গতকাল বিকালে সোনারগাঁও পৌরসভার আমিনপুরে অনুষ্ঠিত এক নারী সমাবেশে বক্তারা এ দাবি জানান।
উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। এতে বিপুলসংখ্যক নারী সমর্থক ছাড়াও মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
ড. সেলিনা তার বক্তব্যে বলেন, আমাদের সবাইকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সরকারের  বিকল্প নাই। দেশের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, বিদ্যুৎ উৎপাদন, শিক্ষার উন্নয়ন ও তথ্য প্রযুক্তির উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে সবার কাছে তিনি নৌকার ভোট প্রার্থনা করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা মুক্তিযোদ্ধা সহ-কমান্ডার সিরাজুল ইসলাম মাস্টার, দরপত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মাস্টার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইকবাল বিন মুজাম্মেল, মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শাহীন, রাসেল মাহমুদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর ক্রীড়া সম্পাদক বদরুজ্জামান বদু, যুবলীগ নেতা আক্তার জামান, পৌরসভা যুব মহিলালীগ নেত্রী মুসলিমা আক্তার প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status