ইলেকশন কর্নার

সরাইলে শিউলী আজাদের শোডাউন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৩৫ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ বিশাল শোডাউন করেছেন। গতকাল বিকেলে  মোটরবাইক ও মাইক্রোবাসের এ শোডাউনটি ঢাকা-সিলেট মহাসড়ক ঘুরে সরাইল সদরে এসে শেষ হয়। এর আগে বিকাল ৪টায় মহাসড়কের বগুইর এলাকায় বহরের একটি মোটরসাইকেল দুর্ঘটনায় কাউছার (২৬) নামের এক যুবকের ডান হাত চলে গেছে। আহত হয়েছে অপর আরোহী মোহন (২২)। দু’জনের বাড়িই পশ্চিম কুট্রাপাড়া গ্রামে। সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতা শহীদ এ কে এম ইকবাল আজাদের স্ত্রী শিউলী আজাদ। ২০১২ সালে ইকবাল আজাদ খুন হন। এরপরই রাজনীতিতে আসেন শিউলী আজাদ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক-১, শিউলী আজাদ ২০১৪ সালে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু মহাজোটের শরিক দলের স্বার্থে দলীয় সিদ্ধান্তে আসনটি ছেড়ে দিতে হয়। থেমে থাকেননি তিনি। দলীয় মনোনয়ন পেতে মাঠে ময়দানে দীর্ঘদিন ধরে লড়ছেন তিনি। গতকাল শিউলী আজাদ ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে শুরু করেন শোডাউন। সরাইলের ৯টি ইউনিয়ন থেকে ২-৩ হাজার লোক এ শোডাউনে অংশ নেয়। ৩ শতাধিক মোটরবাইক, ২৫টি পিকআপ ভ্যান, ১০টি মাইক্রো বাাসের অংশ গ্রহণে মহাসড়কে ১ ঘণ্টাব্যাপী চলে শোডাউন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status