বিনোদন

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন শোবিজের ৪ তারকা

স্টাফ রিপোর্টার

৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:২২ পূর্বাহ্ন

চিকিৎসাসহ অসহায়ত্ব দূর করতে শোবিজের চার তারকার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, রেহানা জলি, নূতন ও
কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে ডেকে মোট ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় চার শিল্পী উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে এই অনুদান গ্রহণ করেন। চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র ২৫ লাখ, অভিনেত্রী নূতন ২০ লাখ, রেহেনা জলি ২৫ লাখ ও শিল্পী কুদ্দুস বয়াতি
পেয়েছেন ২০ লাখ টাকার অনুদান। শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডিএ তায়েবের পরামর্শে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকতের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কাছে কয়েকদিন আগে আবেদন করেন কুদ্দুস বয়াতি বাদে বাকি তিন শিল্পী। অনুদান গ্রহণের সময় শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্মাতা জিএম  সৈকত। তিনি বিষয়টি নিশ্চিত করেন। অনুদান প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেতা প্রবীর মিত্র জানান, প্রধানমন্ত্রী একজন ভালো মনের মানুষ। হাজার হাজার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছেন, কত সমস্যা সামনে অথচ তিনি যখন আমাদের হাতে সঞ্চয়পত্র তুলে দিলেন তখন তার মুখে হাসি। এত ঝামেলার মধ্যেও যিনি হাসি মুখে শিল্পীদের কদর করেন তার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। রেহেনা জলি বলেন, বেশ কয়েকমাস ধরে আমি বেশ অসুস্থ। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে সাহায্য কামনা করার পর পরই সাড়া পেলাম। তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশের সত্যিকারের অভিভাবক। এ ছাড়া চলচ্চিত্র অভিনেত্রী নূতন এবং সংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status