শিক্ষাঙ্গন

বাকৃবিতে ভর্তি পরীক্ষা শনিবার

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ থেকে

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৬:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১টায় শুরু হবে।

এক ঘণ্টাব্যাপী ওই ভর্তি পরীক্ষায় এক হাজার ২৩০টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সেল। বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন এতথ্য জানান

তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন প্রায় ১৮ হাজার শিক্ষার্থী। এ বছর এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে সর্বনিম্ন ৯ দশকিম ৪২ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ১৬টি কেন্দ্রের ২৩৯টি কক্ষে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছে।

এদিকে প্রথমবারের মতো অনির্বাচিত প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকার মধ্যে সার্ভিস চার্জ ২০০ টাকা রেখে ৫০০ টাকা ফেরত দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিকে ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রক্টর আতিকুর রহমান খোকন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status