শেষের পাতা

গায়েবি মামলার তালিকা দিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

প্রথম দফা সংলাপের সিদ্ধান্তের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে দেশজুড়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ‘গায়েবি’ মামলার তালিকা দিয়েছে বিএনপি। গতকাল দ্বিতীয় সংলাপের আগে বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ তালিকা পৌঁছে দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা আবদুল হামিদের কাছে তালিকাটি হস্তান্তর করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি জানান, বিগত ১লা সেপ্টেম্বর থেকে দায়ের হওয়া ১ হাজার ৪৬টি গায়েবি মামলার তালিকা দেয়া হয়েছে। এটি আংশিক। এই তালিকার অনুলিপি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে।

তালিকার সঙ্গে সংযুক্ত চিঠিতে বিএনপি মহাসচিব বলেন, কয়েক বছর ধরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হচ্ছে, যা গতকাল (মঙ্গলবার) পর্যন্ত অব্যাহত আছে। গত ১লা সেপ্টেম্বর থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকহারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে। এ ধরনের ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক। বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম কোনো সত্যতা কিংবা প্রমাণ না থাকলেও নেতাকর্মীদের এ ধরনের বানোয়াট ও হাস্যকর মামলায় প্রতিনিয়ত জড়ানো হচ্ছে। আশ্চর্য হলেও সত্য যে, বিএনপি ও অঙ্গসংগঠনের মৃত কিংবা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদেরও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। চিঠিতে বলা হয়, ১লা নভেম্বর সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা গায়েবি মামলার তালিকা দেয়ার জন্য বলেন। এরই আলোকে দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা উল্লেখপূর্বক আংশিক তালিকা পাঠানো হলো। মামলার তালিকা মোতাবেক নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি না করার জন্য অনুরোধ করেন বিএনপি মহাসচিব। সেই সঙ্গে এসব মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারেরও অনুরোধ করেন।

বিএনপি দাবি করে আসছে, ১লা সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪ হাজার ৩৭১টি মামলায় বিএনপির ২৫ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সদ্য প্রয়াত তরিকুল ইসলামও এর মধ্যে কয়েকটি মামলার আসামি। উল্লেখ্য, নির্বাচনের আগে বিএনপিকে সঙ্গে নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির একটি হলো খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতার মুক্তি। ১লা নভেম্বর গণভবনে প্রথম দফা সংলাপে বিএনপি মহাসচিব এ দাবিগুলো তুলে ধরলে প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা থাকলে তার তালিকা চান। তিনি সেদিন বলেন, ‘সেগুলো রাজনৈতিক মামলা হয়ে থাকলে অবশ্যই বিবেচনা করা হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status