দেশ বিদেশ

দাবি না মানলে রাজপথই হবে ভরসা: বাম জোট

স্টাফ রিপোর্টার

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫১ পূর্বাহ্ন

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, আমাদের দাবি-দাওয়ার কথা সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুনির্দিষ্টভাবে উত্থাপন করেছি। এখন দাবি-দাওয়া মানা না মানা তার বিষয়। তিনি বলেন, যদি দাবি মানা হয় তাহলে আমরা নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো। আর যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে রাজপথই হবে আমাদের ভরসা। গতকাল পল্টনে জোটের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, তফসিল ঘোষণার আগে সংসদ বিলুপ্ত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছি আমরা। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন করার ও ইভিএম ব্যবহার না করার অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বলেছি, সরকারের সদিচ্ছা থাকলে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই সমস্যার সমাধান সম্ভব। আর বর্তমান সংসদ এখনও বহাল আছে। তাই আমরা আশা করতে চাই, শেষ মূহূর্তে হলেও সরকারের সদিচ্ছা জাগ্রত হবে। এই জনদাবি পূরণ করার জন্য প্রয়োজনে সরকার সংসদ ডেকে সাংবিধান সংশোধনীর উদ্যোগ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচন কীভাবে হবে, তা এখন সরকারি দলের রাজনৈতিক সদিচ্ছার ওপর অনেকখানি নির্ভর করছে। ৮টি বাম দলের এই সমন্বয়ক বলেন, আমরা নির্বাচন করতে চাই। আর সেই সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্যই সংলাপ করছি। তবে রাজপথেও ধারাবাহিকভাবে আন্দোলন করছি। এখন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের জন্য আমরা অপেক্ষা করবো। দাবি মেনে নিলে আমার নির্বাচনে অংশগ্রহণ করবো। আর যদি আমাদের সুনির্দিষ্ট দাবি মানা না হয়, তাহলে দাবি আদায়ে রাজপথই হবে আমাদের শেষ ভরসা। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বল এখন প্রধানমন্ত্রীর কোর্টে। এখন উনি কী করবেন সেটা উনিই ভালো বোঝেন। তিনি বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন, তার উপরই নির্ভর করবে নির্বাচনটি কেমন হবে। সংলাপ শেষে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। আমরা প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, আশা ও আশঙ্কা নিয়ে আমাদের সংলাপ শেষ হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের মাধ্যমেই এই সংলাপের ফল বোঝা যাবে বলে জানান তিনি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা সংলাপে অংশ নিয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদ্দেশ্য নিয়ে আমরা ৮ দফা, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে ৭ দফা দাবি জানিয়ে এসেছি। সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটি সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status