বাংলারজমিন

এ কেমন শত্রুতা!

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

প্রতিহিংসার শিকার হলো এবার কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের একটি লাউ বাগান। বুধবার সকালে এলাকাবাসী বাগানটির সব কাটা গাছ দেখতে পায়। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে শঙ্কা।
জানা যায়, নিকলী উপজেলা সদরের পুকুরপাড় গ্রামের হরমুজ আলীর পুত্র মফিজ মিয়া (৬০) স্থানীয় একটি জমিতে সারমুক্ত মওসুম ভিত্তিক আগাম সবজি চাষ করে। মাসাধিক পূর্বে জমিটিতে লাউ বাগান করেন। ভালো ফলতেও শুরু করে।  মঙ্গলবার রাতের কোনো এক সময় কে বা কারা বাগানটির প্রায় ৫০টি গাছ গোড়া থেকে কেটে দিয়েছে।
মফিজ মিয়া মানবজমিনকে জানান, আমার জানা মতে কোনো শত্রু নেই। কে বা কারা করতে পারে এমন ধারণাও নেই। তাই কোথাও কোনো অভিযোগ দেইনি।
এলাকাবাসীর ধারণা, এলাকায় মাদকের যত্রতত্র ব্যবহার হচ্ছে। উঠতি বয়সী মাদকসেবীদের কাণ্ডও হতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status