খেলা

১ ওভারে ৪৩ রান

আলাউদ্দিন বাবুর লজ্জার রেকর্ডটি এখন উইলেম লুডিকের

স্পোর্টস ডেস্ক

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

উইলেম লুডিক

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে ওভারের বিশ্ব রেকর্ডে বাংলাদেশের আলাউদ্দিন বাবুকে ছাড়িয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার উইলেম লুডিক। গতকাল হ্যামিল্টনে নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ফোর্ড ট্রফির ম্যাচে নতুন রেকর্ডের জন্ম দেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের এই তরুণ ডানহাতি পেসার। লুডিকের এক ওভারে ৪৩ রান তোলেন নর্দান ডিস্ট্রিক্ট ব্যাটসম্যান জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন। আর ওভারে ছয় ছক্কা দেখেন দর্শকরা। এর মধ্যে দুইটি ছিল ‘নো’ বল।

ওভারে রান যথাক্রমে ৪, ৬ (নো বল), ৬ (নো বল), ৬, ১, ৬, ৬, ৬। পঞ্চাশ ওভারের ম্যাচে এক ওভারে ছয় ছক্কার দ্বিতীয় রেকর্ড এটি। আগেরটি ছিল ২০০৭ বিশ্বকাপে। নেদারল্যান্ডসের বিপক্ষে ওভারের ছয় ছক্কার মার দেখান দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ম্যাচে নিজের শেষ ওভারে ভুলে থাকার মতো অভিজ্ঞতা নেন লুডিক। আর তার বোলিং ফিগার ৯-০-৪২-১ থেকে হয়ে যায় ১০-০-৮৫-১।

২০১৩ সালের অক্টোবরে ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীর হয়ে এক ওভারে ৩৯ রান দেন পেসার আলাউদ্দিন বাবু। ব্যাটিং প্রান্তে ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জিম্বাবুইয়ান অলরাউন্ডার এলটন চিগুম্বুরা। চার ছক্কা ও তিন চারের সঙ্গে একটি ‘নো’ বল ও দুইটি ওয়াইড দেন বাবু। লুডিকের বাজে রেকর্ডের দিনে ২৫ রানের জয় কুড়ায় নর্দান ডিস্ট্রিক্ট। দলীয় ৯৫ রানে পাঁচ উইকেট হারানোর পর ১৭৮ রানের জুটি গড়েন কার্টার ও হ্যাম্পটন। মাত্র পাঁচ রানের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি মিস করেন হ্যাম্পটন। ব্যক্তিগত ১০২ রানে অপরাজিত থাকেন কার্টার।

৩১৪ রানের লক্ষ্যে ডিন ফক্সক্রফটের সেঞ্চুরিতে ২৮৮ রান করে সেন্ট্রাল।

ওভারে সর্বোচ্চ রান
রান     ব্যাটসম্যান     বোলার     ভেন্যু     সাল
৪৩     হ্যাম্পটন-কার্টার (নর্দান)     লুডিক (সেন্ট্রাল)     হ্যামিল্টন     ২০১৮
৩৯     চিগুম্বুরা (শেখ জামাল)     আলাউদ্দিন বাবু (আবাহনী)     ঢাকা     ২০১৩
৩৭     জেপি ডুমিনি (কেপকোবরা)     এডি লি (নাইটস)     কেপটাউন     ২০১৭
৩৬     গিবস (দক্ষিণ আফ্রিকা)     ফন বুনগে (নেদারল্যান্ডস)     সেন্টকিটস     ২০০৬
৩৫     গোমেজ (হায়দরাবাদ)     রবি তেজা (কেরালা)     চেন্নাই     ২০০৯
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status