খেলা

সবার আগে নকআউট পর্বে বার্সা

স্পোর্টস ডেস্ক

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মাথায় দারুণ এক গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন ম্যালকম। শেষ দিকে মাউরো ইকার্দির গোলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। সান সিরোতে মঙ্গলবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এই ড্রয়ে চলতি আসরে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলো কোচ আরনেস্তো ভালভার্দের দল। গত মাসে ন্যু কাম্পে প্রথম লেগে ২-০ গোলে জেতে বার্সেলোনা। হাতের চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা লিওনেলে মেসিকে দলে রেখে চমক দিয়েছিলেন ভালভার্দে। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি এমএল টেনের। এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৮১তম মিনিটে উসমান ডেম্বেলের বদলি হিসেবে ম্যালকমকে নামান কোচ ভালভার্দে। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮৩তম মিনিটে ফিলিপ্পে কুটিনহোর পাসে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ম্যালকম। ৬ বছর পর বার্সেলোনার জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লীগে অভিষেকে গোলের কৃতিত্ব দেখালেন তিনি। এর আগে ২০১২ সালে বার্সার হয়ে এই আসরে অভিষেকে গোল করেছিলেন ক্রিস্টিয়ান টেলো। বার্সেলোনার এগিয়ে যাওয়ার আনন্দের স্থায়িত্ব ছিল মোটে চার মিনিট। ৮৭তম মিনিটে মাতিয়াস ভেসিনোর শট প্রতিহত হওয়ার পর ফিরতি বল পেয়ে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। এ নিয়ে নিজ মাঠে স্প্যানিশ ক্লাবের বিপক্ষে শেষ ১৯ ম্যাচের ১৮টিতইে অপরাজিত রইলো ইন্টার মিলান। এর মধ্যে ম্যাচে ৯ জয়, ৯ ড্র ও ১ ম্যাচে হার দেখে ইন্টার। একমাত্র হার ২০০০-০১ ইউয়েফা কাপ চতুর্থ রাউন্ডে আলাভেসের বিপক্ষে (২-০)। ২০১০ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সাকে ৩-১ গোলে হারায় ইন্টার মিলান। নিজ মাঠে স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে সেটাই ছিল ইন্টারের শেষ ম্যাচ। চলতি চ্যাম্পিয়ন্স লীগে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭। গ্রুপের আরেক ম্যাচে পিএসভি’র বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর হ্যারি কেইনের জোড়া গোলে নাটকীয় জয় পায় টটেনহ্যাম হটস্পার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংলিশ ক্লাবটি। পিএসভি’র পয়েন্ট ১। ‘এ’ গ্রুপে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৯। জার্মান ক্লাবটির পয়েন্টও ৯। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে বরুসিয়া। গ্রুপের আরেক ম্যাচে মোনাকোকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দেয়া ক্লাব ব্রাগের পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ফরাসি ক্লাবটির। ‘ডি’ গ্রুপে ঘরের মাঠে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে ৪-১ গোলে জেতা  এফসি পোর্তো চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর নিজেদের মাঠে গালাতাসারেকে ২-০ গোলে হারানো শালকাকে ৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা গালাতাসারের পয়েন্ট ৪।

ম্যাচের ফল
মোনাকো ০-৪ ক্লাব ব্রুগা
বেলগ্রেড ২-০ লিভারপুল
অ্যাটলেটিকো ২-০ ডর্টমুন্ড
টটেনহ্যাম ২-১ পিএসভি
ইন্টার মিলান ১-১ বার্সেলোনা
নাপোলি ১-১ পিএসজি
পোর্তো ৪-১ লোকোমোটিভ মস্কো
শালকা ২-০ গালাতাসারে
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status