বাংলারজমিন

সরাইলে ডিসি’র মতবিনিময়

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

 ব্রাহ্মণবাড়িয়া জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সরাইল উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় ইউএনও এ.এস.এম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। হাফেজ  মো. শামীমের কোরআন তেলাওয়াত, স্বপন কুমার চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে শুরু হয় সভা। ইউএনও প্রথমেই সরাইল উপজেলার সীমানা, অবস্থান, ইতিহাস, ঐতিহ্য, সামাজিক সাংস্কৃতিক কর্মকা-, ঐতিহাসিক স্থান ও প্রাণী, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা একনজরে তুলে ধরেন। পরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির, ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, আব্দুল জব্বার, মো. মাহফুজ আলী, মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান, সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংবাদিক মো. শফিকুর রহমান, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও জাপা নেতা হুমায়ুন কবির, দুদক সভাপতি শফিকুল ইসলাম কানু, ত্রিতাল সংগীত একাডেমির অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, ন্যাপ নেতা আবদুল জব্বার ও ‘সুকের’ পরিচালক মোমিন হোসেন। প্রধান অতিথি বলেন, শুধু পরিচিত হতে এসে সরাইলের সমস্যা সম্ভাবনা ও সমাধানের উপায় জানলাম। দেশে বর্তমানে ‘ওপেন গভর্নিং সিস্টেম’ চলছে। আমি আপনাদের সেবা করতে এসেছি। প্রয়োজন শুধু সকলের সহযোগিতা। সরাইলে বিরল সম্মান আমাকে অভিভূত করেছে। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করতে সকলের সহযোগিতার কোনো বিকল্প নেই।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status