বাংলারজমিন

পাকুন্দিয়ায় উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর মেয়র

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

পাকুন্দিয়া পৌরসভার সরকারি কলেজ এলাকায় পানি নিষ্কাশনের জন্য নবনির্মিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন মেয়র মো. আক্তারুজ্জামান খোকন। গতকাল দুপুরে তিনি এ উন্নয়ন কাজের পরিদর্শন করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করতে ও পানি নিষ্কাশনে সকল প্রতিবন্ধকতা নিরূপণে সরজমিনে এলাকা ঘুরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন। এ সময় পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. শাহজাহান মিয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র, উপ-সহকারী প্রকৌশলী আবদুল জব্বার, পৌর কাউন্সিলর শামীম আহমেদ ও সংরক্ষিত নারী কাউন্সিলর রুমা আক্তার প্রমুখসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া সরকারি কলেজ মাঠে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও আশেপাশের বাসিন্দারও জলাবদ্ধতায় ব্যাপক দুর্ভোগ পোহাতেন। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সম্প্রতি পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে একটি ড্রেন নির্মাণ হচ্ছে। এতে জলাবদ্ধতা নিরসন হতে ও জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে বলে জানান পৌর মেয়র মো. আক্তারুজ্জামান খোকন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status