বিশ্বজমিন

মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী দিবসে রাস্তায় হাজার হাজার ইরানি

মানবজমিন ডেস্ক

৫ নভেম্বর ২০১৮, সোমবার, ৮:৫৩ পূর্বাহ্ন

ইরানের ইসলামী বিপ্লবের পরবর্তী সময়ে মার্কিন দূতাবাস দখলের ৩৯ বছর পূর্তি উপলক্ষে তেহরানের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। এসময় তারা যুক্তরাষ্ট্রের পতন হোক, ইসরাইল ধ্বংস হোক বলে স্লোগান দিতে থাকে। রোববারের মিছিলটি হচ্ছে এ বছর দেশটিতে সব থেকে বড় জনসমাবেশ। এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল। সেখানে জানানো হয়, রাজধানী তেহরান ছাড়াও দেশটির বেশ কয়েকটি শহরে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। ১৯৭৯ সালের ১১ই ফেব্রুয়ারি চীন ও সোভিয়েত ইউনিয়নের সহায়তায় খোমেনির নেতৃত্বে একটি এন্টি-ওয়েস্টার্ন বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী বিপ্লব জয়ী হয়। এতে অবসান হয় আড়াই হাজার বছরের পুরনো ইরানি রাজতন্ত্রের। যুক্তরাষ্ট্রপন্থি রাজা শাহ পল্লবীর পতন হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে পশ্চিমারা। সে সময় মার্কিন দূতাবাস থেকে ইরানবিরোধী চক্রান্তের অভিযোগ আনে তেহরান। এ পর্যায়ে ইরানের একদল শিক্ষার্থী তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখল করে নেয়। ৫২ জন মার্কিন কূটনৈতিককে ৪৪৪ দিন আটকে রাখে তারা। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক সমপর্ক ছিন্ন করে। দখলের পর সেখান থেকে ইরানবিরোধী গুপ্তচরবৃত্তির ব্যাপক দলিল উদ্ধার করা হয়। সেসব দলিল এখনো সেখানে সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীদের সেদিনের ওই পদক্ষেপ ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছিল। এ দিনটিকে প্রতিবছর মহাসমারোহে উদযাপন করে থাকে ইরানিরা। এ দিনটি ইরানে সাম্রাজ্যবাদবিরোধী দিবস ও শিক্ষার্থী দিবস হিসেবেও পরিচিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status