প্রথম পাতা

‘শোকরানা মাহফিলের’ কারণে পেছালো জেএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার

৪ নভেম্বর ২০১৮, রবিবার, ১০:০৬ পূর্বাহ্ন

রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য শোকরানা মাহফিলের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটার শঙ্কায় চলমান জেএসসি ও জেডিসি’র আজকের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এ দিনের নির্ধারিত বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ৯ই নভেম্বর সকাল ৯টায়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসা শিক্ষার্থীদের একটি কর্মসূচি রয়েছে। সারা দেশ থেকে তারা ঢাকায় আসবে। এতে করে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে বিঘ্ন ঘটতে পারে। আর এ কারণেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটার আশঙ্কাকে গুরুত্ব দিয়ে গতকাল সাপ্তাহিক ছুটি থাকার পরও সকাল ১০টায় শিক্ষামন্ত্রী তার বাসভবনে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠক থেকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের দুই সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রুটিনের দায়িত্বে থাকা ডিজিসহ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিল’ এর আয়োজন করেছে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সমমান দেয়ায় প্রধানমন্ত্রীকে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ সম্মাননা প্রদান করবেন বলেও জানা গেছে। এদিকে সোহ্‌রাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানকে ঘিরে আজ রাজধানীতে যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সারা দেশ থেকে কওমি মাদরাসার সঙ্গে যুক্ত কয়েক লাখ মানুষ রাজধানীতে সমবেত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সারা দেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status