এক্সক্লুসিভ

পরিবহন ধর্মঘটে বিপাকে ভর্তি পরীক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

২৯ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:১১ পূর্বাহ্ন

শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। ধর্মঘটের মধ্যেই গতকাল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এ ভর্তি অনুষ্ঠিত পরীক্ষা হয়। আজ চট্টগ্রামে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ধর্মঘটের কারণে কোনো পরীক্ষা স্থগিত হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ২৬, ২৭ এবং গতকাল ঘর্মঘটের মধ্যে নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর ২৭শে অক্টোবর থেকে চবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজসহ চলবে ৩০শে অক্টোবর পর্যন্ত। এছাড়া গতকাল পরীক্ষা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজও এ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে। শিক্ষার্থীরা জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন তাদের  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে, পরিবহন ধর্মঘটের কারণে তারা বেকায়দায় পড়েছেন। নোয়াখালীর বিভিন্ন বাস কাউন্টারেই ছিল শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়। টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষার পরও টিকিট পাচ্ছেন না অনেকেই। বিপুল সংখ্যক শিক্ষার্থীর চট্টগ্রাম যাত্রা এখনো অনিশ্চিত। বাস না পেয়ে ট্রেনে যাওয়ার চেষ্টা করেও অনেকেই ব্যর্থ হয়েছেন। এদিকে, পরিবহন ধর্মঘটের মধ্যে আজ সোমবার পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন চবির ভিসি প্রফেসর ?ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি মানবজমিনকে বলেন, ধর্মঘট থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক আজকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের নিজস্ব বাসগুলো ছাড়াও শাটল ট্রেন ক্যাম্পাস টু শহরে চলাচল করবে। আশাকরি তেমন সমস্যা হবে না। আর যারা পরীক্ষায় অংশ নেবে তারা ঘর্মঘটের আগেই চট্টগ্রাম এসে পৌঁছেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status