দেশ বিদেশ

দুর্গাপূজা কার্নিভালে বৈভব ও বৈচিত্র্যের প্রদর্শনী

কলকাতা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:২৩ পূর্বাহ্ন

কলকাতা জুড়ে মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার ঐশ্বর্যময়ী বৈভব ও বৈচিত্র্যের মুখোমুখি হয়েছিলেন লাখ লাখ মানুষ। সেই বৈভব ও বৈচিত্র্যকে মণ্ডপের সুরে মঙ্গলবার বিকালে ফের দেখার সুযোগ হয়েছে। কলকাতার রেড রোডে পূজা কার্নিভালের আবহে দেখা গিয়েছে ৭৫টি বিশ্ববঙ্গ শারদ সম্মানে ভূষিত সেরা পূজার প্রতিমাগুলোকে। সঙ্গে দেখা গেছে নানা সংস্কৃতির নানা বিচ্ছুরণ। তিন বছরে পা দিয়েছে এই পুজো কার্নিভাল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই এই পূজা কার্নিভালের সূচনা হয়েছিল। এবার কার্নিভালের আকর্ষণ আরো  বেড়েছে আর তাই দেশ বিদেশ থেকে এসেছেন অতিথিরা। বিদেশিদের মধ্যে দেখা গেছে প্রবল উচ্ছলতা। কখনো তারা হাত নেড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারী শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন। কখনো উঠে দাঁড়িয়ে প্রতিমার প্রতি সম্মান জানাচ্ছেন। রেড রোডের দু’পাশে বিভিন্ন মঞ্চে উপস্থিত থেকে প্রায় ২০ হাজার মানুষ এই কার্নিভাল দেখলেও বিশ্বের কোটি কোটি মানুষ ইন্টারনেটের দৌলতে এর বর্ণময় উৎসবের আনন্দ উপভোগ করেছেন। এদিন রাজবাড়ির ঠাকুর দালানের অনুকরণে তৈরি বিশেষ মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ মন্ত্রিসভার সদস্যরা, সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সেলিব্রিটিদের প্রায় সকলেরই উপস্থিত ছিলেন। প্রায় ১৫০০ বিদেশি অতিথি উপস্থিত ছিলেন আলাদা মঞ্চে। বিদেশি সব দূতাবাসের প্রতিনিধিরা এসেছিলেন অন্যতর সাংস্কৃতিক পরিচয়ের মুখোমুখি হতে।
এদিন  বিকাল সাড়ে ৪টা  থেকে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলেছে এই কার্নিভাল। ফোর্ট উইলিয়ামের সাউথ গেট থেকে শুরু করে  একের পর এক দুর্গা মূর্তি প্রতিমা পৌঁছে গিয়েছে গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য। এদিন শোভাযাত্রা শুরুর আগে একশ ঢাকির ঢাকের বোলে মুখরিত হয়ে উঠেছিল রেড রোড। মণ্ডপের সুরে পূজার আবহ তৈরি হয়েছিল। শুরুতেই গায়ক অভিজিৎ ঢাকের কাঠিতে এগিয়ে নিয়ে গিয়েছেন শ্রীভূমি স্টোটিং ক্লাবের প্রতিমা নিয়ে। চিতোরের দুর্গের অনুকরণে তৈরি মণ্ডপ এখানে দেখা না গেলেও এক শ’ নৃত্যশিল্পী পরিবেশন করেছেন রাজস্থানী নৃত্য। এরপর একের পর এক প্রতিমা এগিয়ে গিয়েছে। তাদের নিজস্ব থিম ভাবনাকে জানান দেবার মাধ্যমে। সঙ্গে সাংস্কৃতিক পরিবেশনায় কখনো হাজির হয়েছিলেন ছৌ, কখনো লোক শিল্পীরা।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status