অনলাইন

দুই গ্লাস পানি পরিবেশনে বকশিস সাত লাখ

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৮:৩৫ পূর্বাহ্ন

রেস্তোরাঁতে খাবারের বিল পরিশোধের পর টিপস দেয়াটা এখন খুব সাবলীল একটা ব্যাপার হয়ে গিয়েছে। বরং নিজের মান বোঝাতে অনেকেই বেশি টিপস দেয়াকে বেছে নেন। তবে তাই বলে সেটার পরিমাণ লক্ষাধিক হবে এটা দিবাস্বপ্নেও কেউ দেখবে না। তবে এমন কাল্পনার অতীত ঘটনা বাস্তবেই ঘটেছে।
আনন্দবাজারের বরাত দিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলিনায় গ্রিনভিলের ‘সুপ ডগস’ নামে একটি রেস্তোরাঁয় গত শনিবার এক ব্যক্তি এসে দুই গ্লাস পানি পান করার জন্য চাইলেন। রেস্তোরাঁর কর্মী অ্যালাইনা কাস্টার পানি দিয়ে যাবার পর যখন বিল নিতে ফিরে আসেন তখন তার জন্য রেখে যাওয়া টিপস দেখে তার চক্ষু চড়কগাছ। কারণ, দুই গ্লাস পানি পরিবেশনের জন্য বকশিস হিসেবে পেয়েছেন ৭ লাখ ৩৬ হাজার টাকা। সঙ্গে একটি ছাট্ট নোট। তাতে লেখা, ‘সুস্বাদু পানির জন্য ধন্যবাদ।’

এ ঘটনায় প্রথমে বিশ্বাসই করতে পারেননি অ্যালাইনা। তিনি প্রথমে মনে করেছিলেন, ওই ব্যক্তি হয়তো ভুল করে টাকাগুলো ফেলে গেছেন। অথবা কেউ তার সঙ্গে মজা নিচ্ছে। কিন্তু সত্যিকার অর্থেই ওই টাকাগুলো অ্যালাইনা কাস্টারকে বকশিস হিসেবে দেয়া হয়েছিল। আর যিনি দিয়েছিলেন তিনি জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট।

এমন বিষ্ময়কর ঘটনায় রেস্তোরাঁটির কর্মী অ্যালাইনা কাস্টার বলেন, এই টিপসটা আমার কাছে ভীষণ জরুরি ছিল। এটি কল্পনাতীত এবং আনন্দের। কারণ সুপ ডগসে যারা কাজ করেন তাদের বেশিরভাগই কলেজপড়–য়া। এই বকশিস সবাই মিলে ভাগ করে নেবেন বলেও অ্যালাইনা নিজের ফেসবুক পাতায় জানান।
অন্যদিকে সুপ ডগস রেস্তোরাঁও ফেসবুকে তাদের কর্মী অ্যালাইনা কাস্টারের ছবি শেয়ার করেছে ফলাও করে। আর এতে বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্টের প্রশংসায় পঞ্চমুখ সবাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status