অনলাইন

অডিও ক্লিপ সরকারের ইঞ্জিনিয়ারিংয়ের ফসল: দুদু

স্টাফ রিপোর্টার

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৭:৪৮ পূর্বাহ্ন

ব্যারিস্টার মইনুল হোসেনের ফোনালাপের ফাঁস করা অডিও ক্লিপ ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি এ ধরনের অডিও ক্লিপ বিশ্বাস করে না। এই অডিও ক্লিপকে আমরা বিশ্বাস করি না। এটা সরকারের ইঞ্জিনিয়ারিংয়ের একটি ফসল। সেই ঘর থেকে এটা বেরিয়েছে যারা জাতীয় ঐক্যফ্রন্টকে, খালেদা জিয়ার নেতৃত্বকে ও তারেক রহমানের নেতৃত্বকে পছন্দ করেন না। তাদেরই মহা-পরিকল্পনার ফসল হচ্ছে এই অডিও ক্লিপ। এই অডিও ক্লিপ দিয়ে আন্দোলন ঠেকানো যাবেÑ এটা যদি মনে করে তাহলে বোকার স্বর্গে বসবাস করছে সরকার। দুদু বলেন, টিভিতে একটি অডিও ক্লিপ দেখেছিÑ প্রধানমন্ত্রীকে বলব, এই অডিও ক্লিপ এর জন্য আপনার পদত্যাগ করা উচিত। তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। টেলিফোনের আড়ালে কান পাতা বেআইনি। এটা সংবিধান ও আইনবিরোধী। আপনারা যদি অডিও ক্লিপ টেলিভিশনে প্রচার বা তৈরি করেন তাহলে বলব আপনাদের নির্বুুদ্ধিতা আছে। দুদু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী সমালোচনা করার ৫ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এটা মানতেই হবে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণ আদালত আমলে নিয়ে তাকে পাঁচ মাসের জামিন দিয়েছিল। শুধুমাত্র জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার কারণে, গণতন্ত্র চাওয়ার কারণে, শেখ হাসিনার নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অস্থিরতা দেখে আমরা বুঝি ক্ষমতা থেকে যাওয়ার তার সময় হয়ে এসেছে। নির্বাচনে তো আমরা যাব, ডিসেম্বর-জানুয়ারিতে নির্বাচন হবে এটাও সত্য, কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচন বাংলাদেশে আর হতে দেয়া হবে না। তার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। আমরা যাব নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার ও মর্জিনা আফসারী রোজিনা বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status