খেলা

অর্থ আত্মসাতের অভিযোগে লঙ্কান ক্রিকেট কর্মকর্তা গ্রেফতার

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১:০৬ পূর্বাহ্ন

ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহে চলতি ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজকে বাড়তি নজরে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসসি)। সার্বক্ষণিক নজরদারিতে থাকায় শ্রীলঙ্কায় এখন পর্যন্ত কোনো ম্যাচ পাতানোর ঘটনা ঘটেনি, তবে দুর্নীতি ঠিকই ধরা পড়েছে স্থানীয় পুলিশের রাডারে। যে কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা নান্দিকা দিশানায়েকেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। নান্দিকার বিরুদ্ধে আনা হয়েছে অর্থ আত্মসাতের অভিযোগ। বছরের শুরুতে ঘরের মাঠে হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করেছেন নান্দিকা, এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে। পুলিশের মুখপাত্র নান্দিকাকে গ্রেফতারের পর সংবাদমাধ্যমে বলেন, আনুষ্ঠানিক তদন্তের ধারাবাহিকতায় সিআইডি এ ঘটনার মূল হোতা নান্দিকা দিশানায়েকেকে গ্রেফতার করেছে। এ ঘটনার অভিযোগটা মূলত করা হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকেই। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাই নান্দিকার বিরুদ্ধে প্রথম অর্থ আত্মসাতের অভিযোগ করেন। যেখানে তিনি জানান প্রায় এক লক্ষ সাতাশি হাজার ডলারের হিসেবে গড়মিল রয়েছে। পুলিশের মুখপাত্র বলেন, ২০১৩ সাল থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের টিভি সম্প্রচার স্বত্ত্ব সনি নেটওয়ার্কের কাছে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের সময় নান্দিকা সনি টিভির কাছে মূল চুক্তির ১৫ শতাংশ টাকা নিজের একাউন্টে জমা দেয়ার কথা বলেছিলেন। সে দফায় সনির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে চলতি ইংল্যান্ড সিরিজের চুক্তির ৫০ শতাংশ দাবি করার পরপরই ব্যাপারটি বোর্ডে জানায় সনি নেটওয়ার্ক কর্তৃপক্ষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status