খেলা

রোহিতের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১২:৪৩ অপরাহ্ন

শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ভারতীয় এই ওপেনার রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ১৫২ রানের অপরাজিত ইনিংস। যা তার ওয়ানডে ক্যারিয়ারে দেড়শ বা তার উপরে করা ষষ্ঠ ইনিংস। ওয়ানডেতে যা এখন নতুন বিশ্ব রেকর্ড। এতোদিন ৫টি করে দেড়শ বা তার বেশি রানের ইনিংস ছিল শচীন টেন্ডুলকার, ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মার। দুজনকে পেছনে ফেলে রোহিত এখন সবার উপরে। ৪টি করে দেড়শ ছাড়ানো ইনিংস আছে ক্রিস গেইল, সনাথ জয়াসুরিয়া ও হাশিম আমলার। রোববার গোহাটিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩২২ রান করেছিল ক্যারিবীয়রা। এই রান ৪২.১ ওভারেই টপকে যায় ভারত। এদিন শচীনকে পেছনে ফেলার দিনে ১১৭ বলে অপরাজিত ২৫২ রান করেন রোহিত। তার ইনিংস ১৫টি চারের সঙ্গে ছিল ৮টি ছক্কা। আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে এদিন ২০তম সেঞ্চুরির দেখা পান রোহিত। পাশাপশি তার ফিফটির সংখ্যা ৯টি। ২০১৩ সালের নভেম্বরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। যা তার প্রথম দেড়শ রানের ইনিংস। এরপর ২০১৪ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ করেন এই ওপেনার। যা এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি রানের ইনিংস। ২০১৫ সালের অক্টোবরে কানপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫০ রান করেন রোহিত। যা তার তৃতীয় দেশড় রানের ইনিংস। ২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত। ২০১৭ সালের ডিসেম্বরে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে হাঁকান ডাবল সেঞ্চুরি। সেবার অপরাজিত থাকেন ২০৮ রানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status