বিশ্বজমিন

সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি ছিন্ন করলো জার্মানি

মানবজমিন ডেস্ক

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১০:২৭ পূর্বাহ্ন

সৌদি ভিন্ন মতালম্বী সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি আরবের সঙ্গে সমরাস্ত্র চুক্তি ছিন্ন করার ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রোববার সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন যে, তার সরকার সৌদি আরবের সঙ্গে নতুন কোনো সমরাস্ত্র রপ্তানি চুক্তি অনুমোদন দেবে না। এছাড়া দেশটি মিত্র দেশগুলোকেও একই ধরণের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। জার্মানির এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ওপরও সৌদি আরবের সঙ্গে বিলিয়ন বিলিয়ন ডলারমূল্যের অস্ত্র চুক্তি বাতিলের চাপ বাড়লো। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।
মার্কেল নিজের ঘোষণায় বলেন, ‘কী ঘটেছে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা জরুরী হয়ে পড়েছে। আমরা কোনো সুরাহা কিংবা দোষীদের দায়বদ্ধ করা থেকে অনেকখানি দূরে। আমি সকলের সঙ্গে একমত যারা বলছেন যে, সৌদি আরবের সঙ্গে আমাদের সমরাস্ত্র রপ্তানি সীমিত হলেও তা বর্তমান প্রেক্ষাপটে চলতে পারে না।’
অবশ্য সৌদি আরবে ভবিষ্যৎ অস্ত্র রপ্তানির ওপর এই স্থগিতাদেশ দিয়েছে জার্মান সরকার। যেসব রপ্তানি ইতিমধ্যে অনুমোদিত হয়ে গেছে সেগুলো আপাতত যেতে পারে। কিন্তু সেগুলোও আসছে দিনগুলোতে বাতিল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, জার্মান সমরাস্ত্রের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক হলো সৌদি আরব।
এখন পর্যন্ত খাসোগি হত্যা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মাঝেমাঝে কড়া কথা বললেও দেশটির সঙ্গে আমেরিকার শ’ শ’ কোটি ডলারের সমরাস্ত্র চুক্তি বাতিলে অস্বীকৃতি জানান তিনি। কিন্তু জার্মানির এই পদক্ষেপে তার ওপর চাপ বেড়ে গেল।
২রা অক্টোবর খাসোগির অন্তর্ধানের পর বিভিন্ন দেশের সরকার ও বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর সৌদি আরবের সঙ্গে বিভিন্ন ধরণের সম্পর্ক ছিন্ন করার চাপ এসেছে।
জার্মানি শুধু নিজেরাই সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করেনি। জার্মান চ্যান্সেলরের ঘনিষ্ঠতম মিত্রদের একজন অর্থনীতি মন্ত্রী পিটার আল্টমায়ার ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত অন্যান্য দেশকেও সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছেন। জার্মান সরকার আরও জানিয়েছে, এই ঘটনায় আন্তর্জাতিক ভাবে কী পদক্ষেপ নেওয়া যায় তা-ও সমন্বয়ের চেষ্টা করছে তারা।
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বৃটেন ও ফ্রান্সই সৌদি আরবের কাছে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম বিক্রি করে। গত বছরের প্রথম ছয় মাসে বৃটেন একাই ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করেছে রিয়াদের কাছে। লন্ডনে তেরেসা মের সরকার এখন পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক। তবে বিরোধী দল লেবার পার্টি অনেকদিন ধরেই সৌদি আরবে অস্ত্র বিক্রি বাতিলের দাবি জানিয়ে আসছে।
উল্লেখ্য, সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ থাকায় জার্মানি দেশটিতে অস্ত্র বিক্রির হার আগেই সীমিত করেছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status