শেষের পাতা

নি র্বা চ নী হা ল চা ল (শরীয়তপুর ১)

প্রচারণায় আওয়ামী লীগ মাঠে নেই বিএনপি

শেখ খলিলুর রহমান, শরীয়তপুর থেকে

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:৩৮ পূর্বাহ্ন

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশীরা মাঠে কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের  সম্ভাব্য প্রার্থীরা মাঠে থাকলেও বিএনপি’র প্রার্থী মাঠে নেই। ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত শরীয়তপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪২ জন। ১৯৯১ সালে এ আসনে  ভোটার ছিল ২ লাখ ৪০ হাজার ৫৫০ জন। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশীরা  পোস্টার, ফেস্টুন, ব্যানার ও এলাকায় বিভিন্ন হাট-বাজারে গিয়ে  ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
২০০৮ ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বর্তমান এমপি বি.এম মোজাম্মেল হকের ওপর শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মীর আস্থা রয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন দৌড়ে রয়েছেন কমপক্ষে ৬ প্রার্থী। বি.এম  মোজাম্মেল হক ছাড়াও রয়েছেন শরীয়তপুর পৌর  মেয়র সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা  মো. রফিকুল ইসলাম কোতোয়াল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোবারক আলী সিকদার, আওয়ামী লীগের সভাপতি ও সদর  পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সী  ও সাবেক এমপি মাস্টার মজিবুর রহমান।

এ আসনে বিএনপি’র মনোনয়ন  দৌড়ে রয়েছেন ৩ প্রার্থী। এদের মধ্যে রয়েছেন সাবেক এমপি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, আমিনুল ইসলাম (মিন্টু) সওদাগর ও আলতাফ হোসেন সিকদার। প্রধান এ দুটি দলের পাশাপাশি জাতীয় পার্টি (এরশাদ) একক প্রার্থী হিসেবে রয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ। শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন। তবে সংসদের বাইরে  দেশের বড় আরেকটি রাজনৈতিক দল বিএনপি প্রার্থীরা এখনো মাঠে নামেননি।

১৯৯১ সালে এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রয়াত  কেএম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব ৫৪ হাজার ৯৫৩  ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী বিএনপি’র সরদার একেএম নাসির উদ্দিন কালু ২৮ হাজার ৮৯ ভোট পেয়ে পরাজিত হয়। ১৯৯৬ সালে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ৬৬৬ জন। এ সময় আওয়ামী লীগের প্রয়াত  নেতা আঃ রাজ্জাক ৬৮ হাজার ৯৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী সাইফুল ইসলাম খান ৩২ হাজার ২৬৬ ভোট পেয়ে পরাজিত হন। ২০০১ সালে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৩ হাজার ৩০০ জন।

এ সময় স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি প্রয়াত কেএম  হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব ৯৮ হাজার ৪৮০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মোবারক আলী সিকদার ৮১ হাজার ৯৩০ ভোট  পেয়ে পরাজিত হয়। বিএনপি’র প্রার্থী আলতাফ হোসেন সিকদার পান মাত্র ৭৭৯ ভোট। এ সময় বিএনপি’র বেশির ভাগ নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী কেএম  হেমায়েত উল্লাহ আওরঙ্গজেবের পক্ষে নির্বাচন করেন। ২০০৮ সালে  ভোটার ছিল ২ লাখ ১৬ হাজার ১০ জন। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক ১ লাখ ১৭ হাজার ৩৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মোবারক আলী সিকদার পেয়েছেন ৫৬ হাজার ৮৫৩ ভোট। বিএনপি’র প্রার্থী শহিদুল হক সিকদার লিটু পেয়েছেন ৬ হাজার ৫৫৮ ভোট। এ সময় বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালু সরদার সহ বেশির ভাগ বিএনপি’র নেতাকর্মীরা মোবারক আলী সিকদারের ব্যানারে কাজ করেন। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বি.এম  মোজাম্মেল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status