অনলাইন

চট্টগ্রামেও সমাবেশের অনুমতি দিতে হবে: মান্না

স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:৩৩ পূর্বাহ্ন

জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটের পর চট্টগ্রামেও সমাবেশের অনুমতি দিতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ সোমবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ এর আয়োজনে রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘নির্বাচন ও মানবাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ২৪ তারিখ সিলেটে সমাবেশের পর ২৭ তারিখ আমরা চট্টগ্রামেও সমাবেশ করব। এবার ২৭ তারিখের পরিবর্তে আর ২৮ তারিখ বলব না। ২৭ তারিখ বলেছি তো ২৭ তারিখেই সমাবেশ করব। এসময় তিনি বলেন, সরকারও জানে সিলেটে যেহেতু অনুমতি দিতে হয়েছে চট্টগ্রামেও দিতে হবে। সমাবেশ নিয়ে আমরা কোন নাটক করিনি। নাটক করার কোন ব্যাপার নেই। সিলেটে ২৩ তারিখে সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু উনারা অনুমতি দেননি। বললেন ছাত্রলীগ-যুবলীগের ওখানে অনুষ্ঠান আছে। আমরা বললাম ঠিক আছে ওরা করুক, আমরা ২৪ তারিখে করব। গায়ে পড়ে ঝগড়া করতে চাইনি। বললাম, তাহলে ২৪ তারিখে সমাবেশ করবোই। সমাবেশ করব ছেড়ে যাব না, ফিরে যাব না। লাখো মানুষ সেখানে জড়ো হবে ভেবে ওরা সমাবেশের অনুমতি দিয়েছে ভয় পেয়ে। এখন ওরা ভাল মানুষ সাজার চেষ্টা করছে।

তিনি বলেন, শেখ হাসিনার যদি শুভ বুদ্ধির উদয় হয়ে থাকে তাহলে চট্টগ্রামের জনসভারও অনুমতি দেবেন। আমরা বলছি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দিতে হবে। যে সরকারের কোন সদস্য, কোন মন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচনে ক্যাম্পেইন করতে পারবে না। আমাদের বলুন, সাধারণ মানুষের পছন্দ হবে এরকম সরকারের লিস্ট দিচ্ছি। এরকম সরকার যদি দিতে না চান তাহলে তো আন্দোলন করব। মান্না বলেন, সাত দফা মানবেন না কেন? মানতে হবেই। মানবেন, এজন্যই আমরা লড়াই করব।

আয়োজক সংগঠনের সভাপতি মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ছানোয়ার হোসেন, জিনাফের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status