দেশ বিদেশ

দুই মাসের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা নির্ধারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

দুই মাসের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা নির্ধারণ  করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট কমিটিকে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।  গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ ও নির্দেশনা দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। হিউম্যান রাইটস ল-ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধ্যক্ষ মো. শাহ আলম গত জুলাই মাসে এ রিট  করেন। পরে ২৪শে জুলাই হাইকোর্ট বেসরকারি ক্লিনিক/হাসপাতাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টারের মূল্য তালিকা এবং ফি পাবলিক প্লেসে ১৫  দিনের মধ্যে প্রদর্শনের নির্দেশ ও রুল জারি করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। পাশাপাশি ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট  ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুসারে নীতিমালা তৈরি এবং বাস্তবায়নের জন্য ৬০ দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এরই ধারাবাহিকতায় ৫ সদস্যের কমিটি গঠন করে গতকাল হাইকোর্টে প্রতিবেদন আকারে বিষয়টি অবহিত করা হয়। আইনজীবী বশির আহমেদ বলেন, আদালতের নির্দেশনা অনুসারে স্বাস্থ্য মন্ত্রণালয় ৫ সদস্যের একটি কমিটি গঠনের  বিষয়টি আদালতকে জানানো হয়। ওই কমিটি  ইতিমধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা  নির্ধারণ করতে নোটিশ দিয়েছে। কিন্তু মাত্র দুটি হাসপাতাল (বিআরবি এবং সেন্ট্রাল হাসপাতাল) এই তালিকা করলেও অন্যরা তালিকা তৈরির কাজ করছে না। একই সঙ্গে প্রতিটি জেলায় আইসিইউ, সিসিইউ গড়ে তোলার বিষয়েও কাজ চলছে। আদালত শুনানি নিয়ে দুই মাসের মধ্যে এই কমিটিকে ১৯৮২ সালের ওই অর্ডিন্যান্স অনুসারে চিকিৎসার ফি এবং এ সংক্রান্ত নীতিমালা তৈরি করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৯ই জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status