দেশ বিদেশ

নাগরিক সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে লেবার পার্টির বিক্ষোভ আজ

স্টাফ রিপোর্টার

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

পুলিশ পূর্বঘোষিত নাগরিক সমাবেশ করতে না দেয়ায় আজ রাজধানীতে বিক্ষোভ করবে ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাবেশের আয়োজন করেছিল দলটি। কিন্তু প্রেস ক্লাব কর্তৃপক্ষ সে সমাবেশ আয়োজনের অনুমতি বাতিল করে। পরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এ নাগরিক সমাবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। এই ঘটনার প্রতিবাদে লেবার পার্টি আজ বিক্ষোভ সমাবেশ করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অথবা রাজধানীর যে কোনো এলাকায় এ কর্মসূচি পালন করবে দলটি। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান মানবজমিনকে এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল সোমবার আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাবেশের আহ্বান করা হয় দলের পক্ষ থেকে। নাগরিক সমাবেশের উদ্বোধন করার কথা ছিল- রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদের এবং প্রধান অথিতি থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু সকালে নাগরিক সমাবেশ শুরু করতে গেলে প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দেয় বুকিং বাতিল করা হয়েছে। প্রেস ক্লাব একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সকলের জন্য উন্মুক্ত একটি স্থান। এর পরও জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে কোনো পূর্ব ঘোষণা না দিয়ে প্রোগ্রামের সময় বুকিং বাতিল করা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বিরল। এর পর আমরা তাৎক্ষণিকভাবে সমাবেশস্থল পরিবর্তন করে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে গেলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা প্রদান করেন। এক প্রকার ধাক্কাধাক্কি করে সেখান থেকে আমাদের বের করে দেয়। এ সময় প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদসহ লেবার পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইরান বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করায় প্রথমে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দেই। কিন্তু পরে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে হরতাল থেকে সরে এসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status