দেশ বিদেশ

নয়া পল্টনে আবু সাঈদ খান খোকনকে বিএনপি’র শেষ শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

 দলের তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ খান খোকনের কফিনে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় পতাকায় ঢেকে দেয়ার মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এর আগে গতকাল বাদ জোহর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে আবু সাঈদ খান খোকনের মরদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। পরে ফুল দিয়ে কফিনে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর  চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের সিনিয়র নেতারা। জানাজায় অন্যদের মধ্যে- বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাংগঠনিক সহ-সম্পাদক আবদুস সালাম আজাদ, জলবায়ুবিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাম্যবাদী দলের নেতা সাঈদ আহমেদ প্রমুখ। এর আগে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবু সাঈদ খান খোকন দলের প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ঢাকা মহানগর বিএনপি’র নেতৃত্ব দিয়েছেন। এত দ্রুত আমাদের মাঝ থেকে তিনি চলে যাবেন- তা আমরা কল্পনাও করিনি। বাংলাদেশের রাজনীতিতে যারা সজ্জন মানুষ ছিলেন এবং আছেন তার মধ্যে আবু সাঈদ খান খোকন ছিলেন অন্যতম। শিক্ষিত ও মার্জিত মানুষ ছিলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আজকে যে সময় দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। যখন আমাদের সভা করতে দেয়া হয় না। একটা মিটিংও করতে দেয়া হয় না। গায়েবি মামলা দিয়ে সরকার রাজনৈতিক কর্মীদের হয়রানি করছে প্রতিনিয়ত। এই সময় আবু সাঈদ খান খোকনের মতো একজন নিবেদিত প্রাণ গণতান্ত্রিক কর্মীর চলে যাওয়ায় নিঃসন্দেহে বিরাট শূন্যতা তৈরি হবে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি বলেন, আমরা আল্লাহ্‌র কাছে দোয়া করবো যেন আদর্শবান এই নেতাকে বেহেশ্‌ত নসিব করেন। এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আবু সাঈদ খান খোকন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। এদিকে নয়াপল্টনে জানাজা শেষে খোকনের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খোকনের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা করেন। অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দল একজন আদর্শনিষ্ঠ, উদ্যমী ও যোগ্য নেতাকে হারালো। যার স্থান অপূর্ণ থেকে যাবে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী  দর্শন ও বহুদলীয়  গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ ছিলেন মরহুম আবু সাঈদ খান খোকন। তাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে দৃঢ়চেতা সৈনিকের ন্যায় মরহুম খোকন অংশগ্রহণ করেছেন। শত প্রলোভনের মুখেও মরহুম আবু সাঈদ খোকন নীতি ও আদর্শ থেকে বিচ্যুৎ হননি। রাজনীতি ছাড়াও তিনি সমাজসেবায় নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আবু সাঈদ খান খোকনের অবদান এলাকাবাসী  ও বিএনপির নেতাকর্মী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় মরহুম আবু সাঈদ খান খোকনের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status