খেলা

আমিরাতের টি-টোয়েন্টি লীগে খেলতে চান সাকিব

স্পোর্টস রিপোর্টার

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:০৫ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে চান আঙুলের চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান। আগামী ডিসেম্বরে ইউএই টি-টোয়েন্টি এক্স আসরে খেলার ইচ্ছা জানিয়ে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য আবেদন করেছেন। আর বিসিবি সাকিবকে ওই আসরে খেলার অনুমতি দেবে কি না তা জানা যাবে দু-একদিনের মধ্যেই। গতকাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সে (সাকিব) টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য এনওসি চেয়ে আবেদন করেছে। তবে বিসিবি এখনও সিদ্ধান্ত নেয়নি। আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে বিসিবি।’ সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৩শে ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি এক্স ক্রিকেট টুর্নামেন্ট। দেশের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায় আসর চলবে আগামী ১লা জানুয়ারি পর্যন্ত।
গত জানুয়ারি মাসে আঙুলের চোটে পড়েন সাকিব। গত এশিয়া কাপের সময় সেই চোট গুরুতর আকার ধারণ করে। সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই তিনি দেশে ফিরে আসেন। ঢাকায় তার একটি জরুরি অস্ত্রোপচার হয়। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব জানান, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন তিনি। পরে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দেন সাকিব। আর গত সপ্তাহে দেশে ফিরে তিনি জানান, তার ক্রিকেটে ফেরা নির্ভর করছে কত দ্রুত তার আঙুলের সংক্রমণ সারে, তার ওপর। আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলার ইঙ্গিত অবশ্য দিয়েই  রেখেছেন সাকিব। এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে আঙুলে অস্ত্রোপচার শেষে সাকিব বলেন, ‘আরেকটু হলে সংক্রমণ হাড্ডিতে চলে যেতো। তাহলে অনেক বড় বিপদ হতো আমার।  অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাকিব বলেন, আমার হাত হয়তো আর পুরোপুরি ঠিক হবে না। তবে, খেলার মতো অবস্থায় এনে দিতে পারবেন ডাক্তাররা।’ সাকিবের এই বক্তব্য ভক্ত-সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই বিসিবিকে দোষ দিতে শুরু করে। ঝুঁকি নিয়ে কেন তাকে এশিয়া কাপে খেলানো হলো? পরে সাকিবের এমন অবস্থার জন্য বিসিবির তরফ থেকে দায়ী করা হয় ফিজিও চন্দ্রমোহনকেও। বলা হয়, চন্দ্রমোহনের কাছ থেকে কৈফিয়ৎ চাওয়া হবে।  আর অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে সাকিব জানান, তিনি এখন অনেকটা সুস্থ। অস্ত্রোপচার করা লাগবে না। এখন তার সবচেয়ে বড় লক্ষ্য, আঙুলে আগের মতো শক্তি ফিরে পাওয়া। এটার জন্য তিনি রিহ্যাব শুরু করবেন। তাহলে হয়তো বা এক মাসের মধ্যেই ব্যাট ধরতে পারবেন, মাঠে নামতে পারবেন। এদিকে বিসিবির একটি সূত্র জানায়, আমিরাতে টি-টোয়েন্টি এক্স আসরে খেলার অনুমতি দিতে রাজি নয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চায় না বিসিবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status