খেলা

বিশ্বকাপে উড়ার স্বপ্ন সালমাদের

স্পোর্টস রিপোর্টার

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:০৪ পূর্বাহ্ন

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বলতে গেলে ডেথ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তার উপর আসর বসবে ওয়েস্ট ইন্ডিজের মতো বৈরী কন্ডিশনে। সেখানে বড় দলেরই মানিয়ে নেয়া কঠিন। সেখানে সালমা খাতুনের দলের সম্ভাবনা কতটা তা নিয়ে বেশ প্রশ্ন! কিন্তু সালমারা সেখানে উড়তে চান নিজেদের সক্ষমতার ডানায়। ট্রফি জয়ের মতো বড় স্বপ্নও বুনছেন মনে মনে। তবে, সেটির কাছে যেতে পারলেই বা কম কিসে! অধিনায়কই নয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার রুমানা আহমেদ জানিয়েছেন তাদের লক্ষ্য সবার নজর কাড়া। হার জিত ক্রিকেটে থাকবেই। কিন্তু হার যেন এক তরফা না হয় সেটিই বড় লক্ষ্য। বাংলাদেশ নারী দলের দেখভালের দায়িত্বে থাকা নাজমুল আবেদিন জানালেন একই কথা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ভালো খেলা। এমন যেন না হয় প্রতিপক্ষ সহজেই জয় তুলে নেয়। আমরা যেন লড়াই করতে পারি। আমাদের যে সক্ষমতা তাতে যেন প্রতিপক্ষকে ভড়কে দিতে পারি। আর একটা বিষয় হলো যদি ভালো খেলে সেটিই বড় অর্জন। ভালো খেলতে পারলে ফলাফলতো আমাদের পক্ষেই আসবে।’ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে আজ সন্ধ্যা ৭টায় দেশ ছাড়ছে নারী দল। প্রস্তুতি নিতে একটু আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিচ্ছেন সালমা-রুমানারা।
তবে, বড় বাস্তবতা হলো ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে কতটা লড়াই সম্ভব টাইগারদের তা নিয়ে। পারবে কি সালমারা এমন কঠিন কন্ডিশনে এত শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করতে! এ বিষয়ে নাজমুল আবেদিন বলেন, ‘কেন নয়, আমাদের সেই ক্ষমতা আছে। আমদের ব্যাটিংটা একটু দুর্বল হলেও বোলিং বিশ্বের যেকোনো দলকে ভড়কে দিতে পারে। আমাদের বোলিং বিভাগ নিয়ে কোনো দল পাত্তা না দিলে তারা বিপদেই পড়বে।’ তবে, স্বপ্ন সফল করতে হলে চাই ভালো প্রস্তুতি! দেশ ছাড়ার আগে কতটা সন্তুষ্ট দলের প্রস্তুতি নিয়ে! নাজমুল আবেদিন বলেন, ‘অবশ্য ভালো প্রস্তুতি নেয়া হয়েছে। তা শেষ হয়ে গেছে তা নয় সব প্রসেসের মধ্যেই আছে। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কালই (আজ) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বো। সেখানে ক্যাম্প হবে, প্রস্তুতি ম্যাচ হবে। সব মিলিয়ে আমি বলবো প্রস্তুতি যা নেয়া হয়েছে তা খারাপ না।’
২৫ তারিখ ওয়েস্ট ইন্ডিজে পৌঁছবে দল। সেখানে পরদিন শুরু হবে ক্যাম্প। এরপর ৩টি স্থানীয় দলের সঙ্গে খেলবে প্রস্তুতি ম্যাচ। আগামী ২রা নভেম্বর আইসিসির অনুষ্ঠানে অংশ নেবে নারী দল। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা খেলবে আইসিসির অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচ। এরপর ৯ই নভেম্বর গায়ানায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টিম টাইগ্রেস। ১২ই নভেম্বর সালমাবাহিনীর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৪ই নভেম্বর শ্রীলঙ্কা ও ১৮ই নভেম্বর দক্ষিণ আফ্রিকা।  
অন্যদিকে, দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে দীর্ঘদিন পর প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছে নারী ক্রিকেট দল। বিশেষ করে রাতের কৃত্রিম আলোতে মানিয়ে নিতেই এই আয়োজন। ২০১২ সালের পর শেরেবাংলা স্টেডিয়ামে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। বেশ কয়েক বছর ধরেই মেয়েদের হোম সিরিজ হচ্ছে কক্সবাজার ও সিলেটে। মিরপুরে সালমা-রুমানাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য কবে হবে তা জানা নেই। বলতে গেলে হোম ক্রিকেটে না খেলতে পারার আক্ষেপ অনেকটা দূর হয়েছে গতকালের প্রস্তুতি ম্যাচ দিয়ে। গতকাল ৬টায় ঢাকা মেট্রোর অনূর্ধ্ব-১৫ ছেলে দলের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সালমাবাহিনী। এই প্রস্তুতি নিয়ে নাজমুল আবেদিন বলেন, ‘বিশ্বকাপ প্রস্তুতিতে অংশ হিসেবে মিরপুরে রাতে আমরা কিছু অনুশীলন সেশন করেছি। ওয়েস্ট ইন্ডিজে আমাদের রাতেই খেলতে হবে। কৃত্রিম আলোর সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপার আছে। ঢাকা মেট্রোর ছেলেদের সঙ্গে এক-দেড় বছর আমাদের মেয়েরা খেলছে। আমরা আসলেই উন্নতি করেছি কি না সেটা দেখা- ওদের সঙ্গে আরো একবার খেলা। মেট্রোর তরুণরাও উন্নতি করছে। আমাদের মেয়েদের প্রতিপক্ষ হিসেবে বেশ ভালো দল ওরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status