এক্সক্লুসিভ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ থেকে লাভবান হতে পারে ভারত

মানবজমিন ডেস্ক

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৮:৩৩ পূর্বাহ্ন

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ থেকে লাভবান হতে চলেছে ভারত। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের ধারণা, বাণিজ্যযুদ্ধের সুবাদে কমপক্ষে ১৮০টি পণ্য রপ্তানিতে অতিরিক্ত সুবিধা পাবে ভারত। সম্প্রতি চীনের এসব পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতেই সেখানে খুলে গেছে ভারতীয় পণ্যের বাজার। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়েছে, এসব পণ্যের মধ্যে রয়েছে মোটরগাড়ির সরঞ্জামাদি থেকে শুরু করে, রাসায়নিক দ্রব্যাদি ও প্রকৌশলী যন্ত্রপাতি। ভারতে সম্প্রতি বাণিজ্য ঘাটতি চরম রূপ ধারণ করায় রপ্তানি বৃদ্ধির নানা পথ খুঁজছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এসময়ই এমন সুযোগ সামনে এসে ধরা দিয়েছে। দেশটির হর্তাকর্তারা ইতিমধ্যে এ সুযোগ কাজে লাগানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়েছেন। এটি যথাযথভাবে কাজে লাগাতে পারলে ভারতের সামনে ৮ থেকে ১০ বিলিয়ন ডলার পণ্যের বাজার সৃষ্টি হবে। একটি সূত্র থেকে জানা গেছে, আরো ২ থেকে ৩ বিলিয়ন ডলার পণ্যের বাজার ধরা সম্ভব। তবে সেটা নির্ভর করছে ভারতীয় কোমপানিগুলো কত দ্রুত সেটি ধরতে আগ্রহী হয়ে ওঠে।  যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প সরকার চীন থেকে আমদানি করা ২৫০ বিলিয়ন ডলারের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এটি চীন থেকে আমদানি হওয়া মোট পণ্যের অর্ধেকেরও বেশি। সম্প্রতি তিনি হুমকি দিয়েছেন, চীনের বাজার খুলে না দিলে চীনের সব পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে যে ঘাটতি সৃষ্টি হয়েছে সে সুযোগ লুফে নিতে শুরু করেছে তৃতীয় বিশ্বের কয়েকটি দেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status