এক্সক্লুসিভ

চট্টগ্রামে শিল্পকলায় ২৭শে অক্টোবর ইভিএম মেলা

চট্টগ্রাম প্রতিনিধি

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৮:৩২ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সবক’টি আসনের প্রতিটি কেন্দ্রের অন্তত একটি বুথে ব্যবহৃত হতে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এ কথা অনেক আগেই বলা হয়েছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে। ইভিএম সমপর্কে ধারণা দিতে আগামী ২৭শে অক্টোবর শনিবার চট্টগ্রাম মহানগরীর শিল্পকলা একাডেমিতে ইভিএম মেলা করতে যাচ্ছে নির্বাচন কমিশনের অঞ্চল-৫। বিষয়টি গতকাল সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান। তিনি বলেন, ইভিএম ব্যবহারের উপকারিতা কী কী, এসব বিষয় সাধারণ মানুষকে জানাতে দেশব্যাপী ইভিএম মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। মেলায় বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের স্টল থাকছে। যেখানে ইভিএম ব্যবহারের মাধ্যমে পরীক্ষামূলক (ডেমো) ভোট দেয়ার সুযোগ থাকছে। তবে, শুধুমাত্র নির্দিষ্ট এলাকার ভোটাররা পরীক্ষামূলক ভোট প্রদানে অংশ নিতে পারবেন।
নির্বাচন কমিশন অঞ্চল-৫ চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, শনিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন হবে। ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলায় মহানগরের কোতোয়ালি থানার বাগমনিরাম ও জামালখান ওয়ার্ডের কিছু ভোটার পরীক্ষামূলক ভোট দেয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নগরীর কোতোয়ালি আসনের বাগমনিরাম ও জামালখান ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রেও ইভিএম ব্যবহার করা হবে। তিনি আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রতিটিতে অন্তত একটি করে ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় দেড় লাখ ইভিএম কেনার প্রকল্প গ্রহণ করেছে ইসি। ইতিমধ্যে চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের ইভিএম ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। যদিও ইভিএমের পক্ষে-বিপক্ষে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। ৩০শে আগস্ট ইসির সভায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন করে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ রাখা হয়। তবে এখনো সংশোধনী সংসদে পাস হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status