ভারত

কলকাতায় দুর্গাপূজা কার্নিভাল নিয়ে বিদেশিদের আগ্রহ

কলকাতা প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৭:৩০ পূর্বাহ্ন

দুর্গাপূজা শেষ। তবে রেশ কাটেনি এখনো। রাজ্যের সেরা ৭২টি দুর্গা প্রতিমার বিসর্জন হবে মঙ্গলবার কার্নিভালে অংশগ্রহণের মাধ্যমে। তিন বছর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই দুর্গাপূজা কার্নিভালের সূচনা হয়েছিল। কলকাতা ময়দানের রেডরোডের প্রশস্ত রাস্তায় মঙ্গলবার হবে এই কার্নিভাল। 

কার্নিভালের তৃতীয় সংস্করণকে ঘিরে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। এ বছর বহু বিদেশি পর্যটক আসছেন। আগে থেকেই তারা যোগাযোগ করেছেন।  বিভিন্ন দূতাবাস থেকেও কার্নিভাল দেখতে চেয়ে অনুরোধ এসেছে। ‘পাস’ও চেয়েছেন তারা। বিদেশি পর্যটকদের জন্য ১৫০০ আসন সংরক্ষণ রাখা হয়েছে। রেডরোডের দু’পাশেই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মঞ্চ। প্রায় ২০ হাজার দর্শক দেখবেন এই কার্নিভাল। ৭২টি সেরা প্রতিমা নিয়ে হবে শোভাযাত্রা। প্রতিটি পূজা কমিটি প্রতিমার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও করবে। তবে এজন্য মাত্র দু’মিনিটি সময় বরাদ্দ করা হয়েছে।  রাজবাড়ির অলিন্দের আদলে তৈরি হয়েছে রেড রোডের একপাশে মূল মঞ্চ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ মন্ত্রিসভার সদস্যরা বসবেন। ভিআইপিদের জন্য আলাদা মঞ্চের ব্যবস্থা হয়েছে। আলোয় সাজিয়ে তোলা হয়েছে রেড রোড।

থাকছে জায়ান্ট স্ক্রিনে শোভাযাত্রা দেখার সুযোগ। শোভাযাত্রা শেষে গঙ্গার ঘাটে বিসর্জন হবে প্রতিমাগুলি । গোটা রেডরোড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয়েছে রেডরোড। গড়ে তোলা হয়েছে সুরক্ষা বলয়ে। জানা গেছে, প্রায় ২০০০ পুলিশকর্মী কার্নিভালের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। কার্নিভাল ঘিরে যাতে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সে জন্য স্পেশাল টাস্ক ফোর্স এবং গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রেডরোডের দু’পাশে নজরদারি চালাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status