অনলাইন

পেপসি খেয়ে ৬০ বছর!

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৭:১৮ পূর্বাহ্ন

পিপাসা মেটাতে আমরা সবাই পানি পান করি। তবে ইংল্যান্ডের ৭৩ বছরের এক বৃদ্ধা শোনালেন ভিন্ন কথা। তিনি নাকি গত ৬০ বছর ধরে পেপসি ছাড়া অন্য কিছুই পান করেননি।
ইংল্যান্ডের সারের বাসিন্দা জ্যাকি পেজ দাবি করে বলেন, তিনি সকাল থেকেই পেপসি খাওয়া শুরু করেন। আর চার ক্যান পেপসিতেই তার পুরো দিন কেটে যায়।

সংবাদমাধ্যম ‘শেয়ারেবলি’র প্রতিবেদন অনুযায়ী, তার বয়স যখন ১৩ বছর, তখন থেকেই তিনি এই অভ্যাস চালু করেছেন। এমনকি তা আজও চলছে।
এর ফলে কিন্তু বিন্দু পরিমাণ অসুস্থ তিনি হননি। জ্যাকি বলেন, তিনি যথেষ্ট সুস্থ ও স্লিমই আছেন। ওজনও নাকি তেমন একটা বাড়েনি। তবে তিনি পেপসি-আসক্ত নন বলেই মনে করেন।

তার ভাষ্য মতে, ‘আমি এটাকে আসক্তি বলব না। তবে আমি আবার বোতল থেকে পেপসি খেতে ভালবাসি না। ক্যান থেকে সরাসরি পেপসি খাই আমি। আর সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে।’
হিসেব কষে তিনি বলেন, এযাবৎ কালে ৯৩,৪৪০ ক্যান পেপসি খেয়েছেন তিনি। অর্থাৎ ৩০০০ কেজি শর্করা তিনি পেপসি থেকেই শরীরে প্রবেশ করিয়েছেন।

জ্যাকি আরও জানান, ‘চা কিংবা কফি খেতে একদম ভাল লাগে না। আর পানি তো ছুঁয়ে দেখিনি গত ছয় দশকে। আমি কখনও জল খাইনি এই ৬০ বছরে। আমি যদি মরেও যাই, তা হলেও খাব না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status