অনলাইন

‘ঘ’ ইউনিটে প্রশ্নফাঁস: আবারো তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৬:০৬ পূর্বাহ্ন

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অধিকতর তদন্তের জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। আজ ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নতুন করে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৩ অক্টোবর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ভর্তি পরীক্ষার আগে প্রশ্নফাঁস হয়েছিল বলে প্রতিবেদন জমা দেয়। এরপর অধিকতর তদন্তের স্বার্থে নতুন করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হক, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ও সিন্ডিকেট সদস্য বাহলুল মজনুন চুন্নু। গত ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একই ইউনিটে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করে সেখানেও প্রধান ছিলেন অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

যে কমিটি এক বছর পার হলেও এখনো তদন্ত শেষ করতে পারেনি। উল্লেখ্য, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর ১৬ অক্টোবর ফল প্রকাশ করলে অস্বাভাবিকতা ধরা পড়ে। নিকট অতীতের সকল রেকর্ড ভেঙে ইউনিটটিতে ২৬ দশমিক ২১ শতাংশ ভর্তিচ্ছু উত্তীর্ণ হয়েছিল। এছাড়াও মেধা তালিকায় প্রথম স্থান অধিকারকারীসহ প্রথম সারির ১০০ জনের মধ্যে অন্তত ৮০ জনই নিজ নিজ ইউনিটে ফেল করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এ ঘটনায় ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করে শিক্ষার্থী ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ফলাফল বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে আদালতে রিট করেছেন একজন আইনজীবী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status