অনলাইন

সিএমএইচে এরশাদ

স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৬:০২ পূর্বাহ্ন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। রোববার দুপুরে তিনি অসুস্থতা অনুভব করলে সিএমএইচে ভর্তি করা হয়। জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, এরশাদের শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়া এবং ঠান্ডাজনিত কারণে তিনি দুর্বল হয়ে পড়েন। তাকে রক্ত দেয়া হয়েছে।

এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এটা নিয়মিত চেক-আপের অংশ। রুহুল আমিন হাওলাদার বলেন, তার কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। আশা করছি আগামীকাল অথবা পড়শু তিনি বাসায় ফিরবেন। এদিকে সোমবার সকালে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও মেজর (অব.) খালেদ আখতার জাপা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। এরশাদ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। কিছুদিন আগেও তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন। ডাক্তাররা তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি ও তাদের নেতৃত্বাধীন সম্মিলিত জোটের মহাসমাবেশে এরশাদ ঘোষণা বক্তব্য দেন। সেখানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী নির্বাচনেরও ঘোষণা দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status