খেলা

কোহলির যেখানে ২২, সেখানে ক্যারিবীয়দের ১১ জনের ১৫

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ১:৫৪ পূর্বাহ্ন

হেসেই চলছে বিরাট কোহলির ব্যাট। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শতরানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। যা তার ক্যারিয়ারের মোট (টেস্ট ওয়ানডে মিলে) ৬০তম সেঞ্চুরি। ওয়ানডেতে ভারতীয় অধিনায়কের এটা ৩৬তম। রান তাড়া করতে নেমে বিরাট কোহলির এটা ২২তম ওয়ানডে শতক। মজার ব্যাপার হলো, ওয়েস্ট ইন্ডিজের ১১জন ক্রিকেটারের চেয়েও বেশি। প্রতিপক্ষের ১১জন ক্রিকেটারের সব মিলিয়ে সেঞ্চুরির সংখ্যা মাত্র ১৫টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪০ রান করার সৌজন্যে আরও একটি রেকর্ড গড়েন ২৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। এক বর্ষপঞ্জিকায় টানা তিনবার আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) ২০০০ কিংবা তারও বেশি রান সংগ্রহ করার রেকর্ড গড়েন তিনি। তার আগে এই রেকর্ড গড়েছিলেন স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ম্যাথু হেইডেন ও জো রুট। তবে অধিনায়ক হিসেবে টানা দুই বার এক বছরে ২০০০ কিংবা তারও বেশি রান সংগ্রহের রেকর্ড শুধুই বিরাট কোহলির। এক বছরে দুই হাজারের বেশি রান পাঁচবার করলেন তিনি। সেই সঙ্গে শচীন টেন্ডুলকার ও মাহেলা জয়াবর্ধনেকে স্পর্শ করলেন বিরাট। তার সামনে এখন শুধুই কুমার সাঙ্গাকারা (ছয়বার)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১৪০ রান করে বিরাট কোহলি আউট হয়ে গেলেও অপরাজিত ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। ১১৭ বলে ১৫২ রান করে এদিন দলের জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি। ভারতের ৮ উইকেটে জেতা ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা জিতেন বিরাট কোহলি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status