অনলাইন

আলোচিত মুনির হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ১:৫১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে আলোচিত কলেজ ছাত্র মুনির হোসেন হত্যা মমলার রায়ে চার জনের ফাঁসি ও একজনের যাবতজ্জীবন  কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় তিনজনকে খালাস দেয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল আলম ঝিনুক এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, বাদশা মিয়া, মো. লাল মিয়া,আনোয়ার হোসেন ও আজগর আলী। এছাড়া রায়ে সাভারের কথিত যুবলীগ নেতা আক্তার হোসেন জামাল ওরফে কামালকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

মামলার বিবরনীতে জানাগেছে,২০১৫ সালের ৯ সেপ্টম্বর মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের বিদেশ প্রবাসী পরোশ আলীর একমাত্র পুত্র মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসের কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মনির হোসেনকে মুক্তিপণের দাবিতে হত্যা করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status