খেলা

স্পট ফিক্সিংয়ে সন্দেহের তালিকায় বাংলাদেশ ম্যাচ

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ১:৪৩ পূর্বাহ্ন

ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের বিভিন্ন ঘটনা নিয়ে আল জাজিরার করা প্রতিবেদন নিয়ে চলছে তোলপাড়। এবার ২০১১-২০১২ সালের মধ্যে স্পট ফিক্সিংয়ের সন্দেহে থাকা ১৫টি ম্যাচের তালিকা প্রকাশ করেছে এই কাতারভিত্তিক টিভি চ্যানেলটি। আর এর মধ্যে রয়েছে বাংলাদেশের ম্যাচও। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। এ ম্যাচে ফিক্সিং হয়েছিল বলে দাবি করছে আল-জাজিরা। তারা বলছে ম্যাচ গড়াপেটা-কান্ডে জড়িত ব্যক্তির সঙ্গে কথা বলেই এই ম্যাচ গুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই ব্যক্তিই ফোনে ও গোপন ক্যামেরার সামনে সরাসরি বলে দেন এই ম্যাচ গুলির কথা। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ ছাড়াও সেই তালিকায় আছে ২০১১ সালে ভারতের ইংল্যান্ড সফরে লর্ডসের প্রথম টেস্ট। ওই ম্যাচে ১৯৬ রানে হেরেছিল ভারত। পাশাপাশি ২০১১ সালেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪৭ রানে গুটিয়ে যাওয়া ম্যাচটিও এই তালিকায় আছে। পাকিস্তান ক্রিকেট দলেরও একাধিক ম্যাচ আছে আল-জাজিরার সন্দেহের তালিকায়। যে ১৫টি ম্যাচের তালিকা দেয়া হয়েছে তাতে বেশির ভাগ ম্যাচই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। প্রায় ১৩টি ম্যাচেই হয় ইংল্যান্ডের নয়তো অস্ট্রেলিয়ার। তালিকার ৫ ম্যাচ ২০১১ ওয়ানডে বিশ্বকাপের, ৩ ম্যাচ ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের। আল-জাজিরা কয়েক মাস আগেও যে অভিযোগ তুলেছিল, সেখানেও ইংলিশ ও অস্ট্রেলীয় ক্রিকেটারদেরই সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। ইংলিশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অবশ্য কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেলটির সে অভিযোগ সরাসরি অস্বীকার করে।

আল-জাজিরার সন্দেহের তালিকার ম্যাচগুলি:
১. অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ওয়ানডে ২১ জানুয়ারি ২০১১
২.অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে, ওয়ানডে (বিশ্বকাপ) ২১ ফেব্রুয়ারি, ২০১১
৩. ইংল্যান্ড-নেদারল্যান্ডস, ওয়ানডে (বিশ্বকাপ) ২২ ফেব্রুয়ারি ২০১০
৪. অস্ট্রেলিয়া-কেনিয়া, ওয়ানডে (বিশ্বকাপ), ১৩ মার্চ ২০১১
৫.ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে (বিশ্বকাপ), ৬ মার্চ, ২০১১
৬.ইংল্যান্ড-বাংলাদেশ, ওয়ানডে (বিশ্বকাপ), ১১ মার্চ ২০১১
৭.ইংল্যান্ড-ভারত, টেস্ট, ২১-২৫ জুলাই ২০১১
৮.অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, টেস্ট ৯-১১ নভেম্বর ২০১১
৯.অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, টেস্ট, ৯-১২ ডিসেম্বর ২০১১
১০. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ১৭-১৯ জানুয়ারি ২০১২
১১. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ২৫-২৮ জানুয়ারি ২০১২
১২.ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ৩-৬ ফেব্রুয়ারি ২০১২
১৩. শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ১৮ সেপ্টেম্বর ২০১২
১৪. ইংল্যান্ড-আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২১ সেপ্টেম্বর ২০১২
১৫. দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২৮ সেপ্টেম্বর ২০১২
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status