দেশ বিদেশ

দুই মামলায় জাফরুল্লাহর আগাম জামিন

স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

আশুলিয়ায় চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা দুটি মামলায় আগাম অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার করা জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিনের এ আবেদন মঞ্জুর করেন। আদালতের আদেশে বলা হয়েছে, মামলায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিনে থাকবেন তিনি। গতকাল শুনানির সময় সংশ্লিষ্ট আদালতে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আদালতে ডা. জাফরুল্লাহ’র পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী এহমানুর রহমান। পরে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। ডা. জাফরুল্লাহ চৌধুরী একজন বয়স্ক অসুস্থ ব্যক্তি। তিনি না-কি জমি দখলের উদ্দেশ্যে দেয়াল ভাঙচুর করেছেন। এটি কি বিশ্বাসযোগ্য? জয়নুল আবেদীন বলেন, আদালত ডা. জাফরুল্লাহ চৌধুরীর করা আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন। মামলায় পুলিশি প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত জামিনে থাকবেন। আইনজীবী সূত্রে জানা গেছে, জমি দখলের চেষ্টা, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে গত ১৫ই অক্টোবর আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন মানিকগঞ্জ জেলার হরিরামপুরের এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই বাসিন্দা। মামলায় অন্যদের সঙ্গে জাফরুল্লাহ চৌধুরীকেও আসামি করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status