দেশ বিদেশ

ইসি ও সরকারকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:১০ পূর্বাহ্ন

নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা না করে তফশিল না দিতে নির্বাচন কমিশন ও সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল ফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় গণফোরাম কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে এবং যারা নির্বাচনের অংশীজন তাদের সঙ্গে কথা না বলে আলোচনা না করে যেন তফশিল ঘোষণা না করা হয় সেজন্য নির্বাচন কমিশন, সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়া হবে। বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবিও তুলে ধরা হবে। সিলেটের জনসভার ব্যাপারে তিনি বলেন, আগামী ২৩শে অক্টোবর ঐক্য ফ্রন্টের প্রথম সভা ছিল। অনুমতি দিয়েও তা বাতিল করা হয়। আজ মিটিংয়ে থাকা অবস্থায় জানতে পেরেছি ২৪ তারিখ অনুমতি দিয়েছে। সরকার বুঝতে পেরেছে বাধা দিলে বাধবে লড়াই তাই অনুমতি দিয়েছে। তিনি বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রব বলেন, আশা করি ২৭শে অক্টোবর চট্টগ্রামের সমাবেশেরও অনুমতি পাবো। ২৬শে অক্টোবর ঢাকার পূর্বানী হোটেলে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে ঐক্যফ্রন্ট। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থাকায় রাজশাহীর ৩০শে অক্টোবরের সমাবেশ ২রা নভেম্বর করার সিদ্ধান্ত হয় বৈঠকে। বৈঠক থেকে ঐক্যফ্রন্টের নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জানানো হয়। সিলেটের সমাবেশের আগেই তার মুক্তি দাবি করা হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু। জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের সাধারণ সমপাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমীন প্রমুখ অংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status