খেলা

ভারতের বিপক্ষে হেটমায়ারের চমক

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:০৭ পূর্বাহ্ন

ভারত সফরে সদ্য টেস্ট সিরিজে ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়ানডেতে স্বাগতিক ভারতকে চমকে দেয় তারা। গতকাল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ পৌঁছে ৩২২/৮-এ। গুয়াহাটিতে ব্যাট হাতে দারুণ সেঞ্চুরি হাঁকান ক্যারিবীয় তরুণ তারকা শিমরন হেটমায়ার।
গতকাল টসে হেরেই ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপল হেমরাজের উইকেট দলীয় ১৯ রানের মাথায় হারালেও কাইরন পাওয়েল ও শাই হোপ সামাল দেন ইনিংস। ৬৫ রানের এই জুটিতে পাওয়েলের অবদান ৪১ আর হোপের ২১। দলীয় ৮৪ রানে ব্যক্তিগত ৫১ রান করে সাজঘরে ফেরেন পাওয়েল। এদিন ‘ডাক’ মারেন অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। ১১৪ রানে ৪ উইকেট হারিয়ে বসা ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখান হেটমায়ার। মাত্র ৭৮ বলে ১০৬ রানের মারকুটে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৬ চার আর ৬ ছক্কা। এতে গর্বের এক রেকর্ডে নাম ওঠে হেটমায়ারের। ওয়ানডে ক্যারিয়ারে এটি হেটমায়ারের তৃতীয় সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে কম ইনিংস খেলে তিন সেঞ্চুরির রেকর্ডটি এখন হেটমায়ারের। এর আগে এই রেকর্ড ছিল কিংবদন্তির ক্যারিবীয় ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের। ১৬ ইনিংস খেলে নিজের তৃতীয় সেঞ্চুরি পেয়েছিলেন ক্যারিবীয় গ্রেট। হেটমায়ার পেলেন ১৩ ইনিংস খেলেই। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষটায় ব্যাট হাতে অবদান রাখেন রভমান পাওয়েল, জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু আর কেমার রোচ। রভম্যান করেন ২৩ বলে ২২, হোল্ডার ৪২ বলে ৩৮। তবে বিশু আর রোচ চমকে দেন ভারতীয়দের। নবম উইকেট জুটিতে এই দু’জন স্কোর বোর্ডে যোগ করেন ৪৪ রান। বিশু ২৬ বলে ২২ আর রোচ ২২ বলে ২৬ করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩২২-এ নিয়ে যান।
ভারতীয় বোলারদের প্রত্যেকেই ছিলেন খরুচে। পেসার মোহাম্মদ শামি ৮১ রান দিয়ে পান দুই উইকেট। অপর পেসার উমেশ যাদব ১০ ওভারে ৬৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তরুণ পেসার খলিল আহমেদ পান এক উইকেট। ভারতের বল হাতে সেরা নৈপুণ্যটা ছিল যুজবেন্দ্র চাহালের। ১০ ওভারের স্পেলে ৪১ রানে তিন উইকেট নেন এ লেগস্পিনার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status