খেলা

রোনালদোর কীর্তির রাতে হোঁচট জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:০৭ পূর্বাহ্ন

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লীগে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার ইতালিয়ান সিরি আ’তে জেনোয়ার বিপক্ষে গোল করে এই কীর্তি গড়েন তিনি। সেরা গোলদাতার তালিকার দুইয়ে রয়েছেন লিওনেল মেসি। শুধু বার্সার জার্সিতে লা লিগায় এলএম টেনের গোলসংখ্যা ৩৮৯। মেসি এক ক্লাবের হয়ে করলেও রোনালদোর গল্পটা ভিন্ন। ইউরোপের শীর্ষ তিন লীগে এই গোল করেন রোনালদো। ৪৮৭ ম্যাচ খেলে ৪০০তম গোল করেছেন সিআর সেভেন। প্রতি ম্যাচে তার গোল গড় ০.৮। এখানে মেসি এগিয়ে। বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারের গোল গড় ০.৯২। রোনালদো ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে করেছিলেন ৮৪ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১ গোল করেন স্প্যানিশ লা লিগায়। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চেলসি ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার জিমি গ্রিভেস। তিনি ৫২৯ ম্যাচে ৩৮৯ গোল করেন। চতুর্থ স্থানে থাকা বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার গার্ড মুলার করেন ৪২৯ ম্যাচে ৩৬৬ গোল। আর পঞ্চম স্থানে থাকা ইংলিশ ডার্বি কাউন্টির সাবেক ফরোয়ার্ড স্টিভ ব্লুমার করেন ৫৯৯ ম্যাচে ৩১৭ গোল।
মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট খোয়ালো জুভেন্টাস। শনিবার জেনোয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির দল। জুভেন্টাসের মাঠে শনিবার ইতালিয়ান সিরি আ’র ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ও লীগে টানা আট জয়ের পর প্রথম পয়েন্ট হারিয়েছে জুছেন্টাস। এদিন ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যেতে পারতো আসরে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। কুয়াদরাদোর ক্রসে রোনালদোর হেড লাগে ক্রসবারে। কিছুক্ষণ পরেই অবশ্য গোল পেয়ে যান পর্তুগিজ এই ফরোয়ার্ড। স্বদেশি ডিফেন্ডার জোয়াও কানসেলোর শট আরেক জনের পায়ে লাগার পর কোনোমতে ঝাঁপিয়ে ঠেকান জেনোয়ার গোলরক্ষক। কিন্তু ফাঁকায় বল পেয়ে টোকায় লক্ষ্যভেদ করেন রোনালদো। সিরি আ’তে রোনালদোর এটি পঞ্চম গোল। ৬৭তম মিনিটে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে হেডে গোল করে জেনোয়াকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল বেসা। নয় ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ৭ জয় ও ২ হারে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গত আসরের রানার্সআপ নাপোলি। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইন্টার মিলান। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে জোনোয়া রয়েছে দশম স্থানে।

শীর্ষ পাঁচ লীগে সেরা গোলদাতা
খেলোয়াড় সময় ম্যাচ গোল
রোনালদো ২০০৩- ৪৯৭ ৪০০
লিওনেল মেসি ২০০৪- ৪২৬ ৩৮৯
জিমি গ্রিভেস ১৯৫৭-৭১ ৫২৯ ৩৮৯
গার্ড মুলার ১৯৬৫-৭৯ ৪২৯ ৩৬৬
স্টিভ ব্লোমার ১৮৯১-১৪ ৫৯৯ ৩১৭
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status