খেলা

২০২৩ বিশ্বকাপও দশ দলের

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:০৬ পূর্বাহ্ন

২০১৯ বিশ্বকাপে দলের সংখ্যা ১৪ থেকে ১০-এ নামিয়ে আনে আইসিসি। পরের আসরেও দেখা যাবে একই চিত্র। ১০ দল নিয়েই ভারতে হবে ২০২৩ বিশ্বকাপ। সিঙ্গাপুরে সভা শেষে গতকাল বিষয়টি নিশ্চিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দলের সংখ্যা কমে আসায় এবার জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বাছাইপর্ব থেকে ছিটকে পড়ে। ২০২৩ বিশ্বকাপের জন্য দল নির্বাচন প্রক্রিয়া ঢেলে সাজিয়েছে আইসিসি। নতুন পদ্ধতিতে মূলপর্বে ওঠার লড়াইয়ে অংশ নেবে ৩২ দল। ম্যাচ সংখ্যা ৩৭২টি। এ বছরের জুলাইয়ে শুরু হয়ে ২০২২ সালের মে মাসে শেষ হবে তিন বছরব্যাপী বাছাইপর্ব। ৩২ দলের মধ্যে ১৩ দল খেলবে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লীগ’ টুর্নামেন্টে। প্রতিযোগিতা চলবে ২০২০ সালে মে থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত। স্বাগতিক দেশসহ শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। তলানির পাঁচ দলকে ২০২২ বাছাইপর্বের পরীক্ষা দিতে হবে। আর মূলপর্বের শেষ দুইটি অবস্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে আরো ১৯ সহযোগী দেশ। সহযোগী পাঁচ দেশসহ মোট ১০ দল নিয়ে হবে বাছাইপর্ব। তবে, বিশ্বকাপের স্বাগতিক দেশ শীর্ষ আটের বাইরে থাকলে সুপার লীগ থেকে বাছাইপর্বে যাবে তলানির ৬ দল। আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘নতুন এই প্রক্রিয়ায় ম্যাচের সংখ্যা বাড়বে। এতে সদস্য দেশগুলো অনেক বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবে।’ ২০১৯ সালের ফেব্রুয়ারি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠবে। প্রথমবার এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। এর আগে ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status