দেশ বিদেশ

লেবার পার্টির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ লেবার পার্টির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সোমবার। ১৯৭৪ সালে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সদ্য স্বাধীন বাংলাদেশে লালবাহিনী, রক্ষিবাহিনী ও আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লেবার পার্টি। প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্র ও ভোটাধিকার চাই’। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা, সংহতি সমাবেশ, প্রতিনিধি সম্মেলন ও নাগরিক সমাবেশ। এ উপলক্ষে দেশবাসী ও দলীয় সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন। দলটির প্রতিষ্ঠার প্রথম বছরেই ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি রাষ্ট্রীয় ফরমান জারি করে লেবার পার্টিসহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করে তৎকালীন সরকার। পরে ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ দিলে বাংলাদেশ লেবার পার্টি মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে পুনর্জীবন ফিরে পায়। পরে জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হলে মশিউর রহমান যাদু মিয়ার ন্যাপ, শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ, বিচারপতি আবদুস সাত্তারের জাগদল, মাওলানা মতীনের লেবার পার্টি, কাজী জাফরের ইউপিপি ও তফসিলি জাতি ফেডারেশন জোটের রাজনীতিতে সক্রিয় ভাবে অংশ নেয়। মাওলানা মতীনের মৃত্যুর পর বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে আসেন সাবেক ছাত্রনেতা ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ২০১২ সালের ১৮ই এপ্রিল ১৮ দলীয় জোট গঠন হলে তার নেতৃত্বে জোটের রাজনীতিতে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাবেশ করবে দলটি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status