বাংলারজমিন

সাংবাদিক স্বপনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে পাবনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:৪০ পূর্বাহ্ন

পাবনায় সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক স্বপনের ওপর হামলার ৮দিন পেরিয়ে গেলেও জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তারা বলেন, পুলিশ সুপার জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও কোনো আশার আলো দেখা যাচ্ছে না। আগামী বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে আগামী রোববার থেকে পাবনার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

মানববন্ধন চলাকালে পাবনা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির আহ্বায়ক রাজিউর রহমান রুমী, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলা, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, দৈনিক মুক্তির মিছিল সম্পাদক আবু হাসনা মো. আইয়ুব, সাংবাদিক শফিউল আলম দুলাল, আব্দুল হামিদ খান, সুশীল তরফদার, সৈকত আফরোজ আসাদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তব্য দেন। এর আগে গত মঙ্গল ও বুধবার মৌন মিছিল এবং অবস্থান ধর্মঘট করেন গণমাধ্যম কর্মীরা। মৌন মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসককে প্রদান করেন সাংবাদিক নেতারা। পরে পুলিশ সুপারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একই দাবি সংবলিত আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১৩ই অক্টোবর রাতে প্রেস ক্লাব থেকে বাসায় ফেরার পথে বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনকে রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সাংবাদিক স্বপনকে ঢাকার কমফোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাজশাহীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে: পাবনায় বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী প্রেস ক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি এবং নগরীতে শুভ দশমীর দিন সাংবাদিক সুব্রত দাসের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী প্রেস ক্লাব সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে এবং প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় বক্তব্য দেন- প্রবীণ রাজনীতিবিদ জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাকসুর সাবেক ভিপি সিপিবি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক রাগিব হাসান মুন্না, রাজশাহী প্রেস ক্লাব সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির মহানগর সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status