বাংলারজমিন

তিতাসে সরকারি রাস্তা দখল

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:৩৭ পূর্বাহ্ন

কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের কাউরিয়ারচর গ্রামে প্রবেশের একমাত্র সরকারি রাস্তা দখল করে সরকারি ভূমির এক প্রান্তে ঘর নির্মাণ করে। অপরপ্রান্তে গ্রামবাসীর চলাচলের রাস্তায় বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়াছে গ্রামের সাবেক মেম্বারের ভাতিজা। রাস্তা বন্ধ করার পর থেকে গ্রামবাসী গ্রামে প্রবেশ করতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
জানা যায়, কাউরিয়ারচর গ্রামে প্রবেশের শতবর্ষীয় পুরানো একমাত্র রাস্তাটি গত শনিবার সকালে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে একই গ্রামের সাবেক মেম্বার আব্দুল বাতেন এর ভাতিজা জহিরুল, মোস্তফা গংরা। তারা বাঁশ দিয়ে বেড়া দিয়ে ওই রাস্তাটি বন্ধ করে দেয়।
অনুসন্ধানে জানা যায়, বেড়িবাঁধ থেকে কাউরিয়ারচর গ্রামের রাস্তাটি ১৬ফুট চউরা সরকারি রাস্তা। ওই রাস্তার এক প্রান্তে সাবেক মেম্বার আব্দুল বাতেন এর ভাতিজা রফিক পাকা ঘর নির্মাণ করে অনেকটা অংশ দখল করে নেয়। অপরদিকে আব্দুল বাতেন এর আরেক ভাতিজা জহিরুল রাস্তার অনেকটা অংশ দখল করে আছে। এ ছাড়াও সরকারি রাস্তার দুই পাশে দুটি মাছের ফিশারিজ করে রেখেছে যে কারণে প্রতি বছর বর্ষায় রাস্তাটি ভেঙ্গে মেরামতের প্রয়োজন হয়। গত শনিবার সকালে সাবেক মেম্বার আব্দুল বাতেন এর ভাতিজা জহিরুল, মোস্তফা গংরা একত্রিত হয়ে গ্রামে প্রবেশের একমাত্র রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দেয়।
কাউরিয়ারচর গ্রামবাসী জানান, আব্দুল বাতেনকে আমরা গত ২৫ বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার বানিয়ে আজ ২৫ বছর পর উপহার হিসেবে তার ভাতিজারা সরকারি রাস্তা দখল করে বাড়িঘর নির্মাণ, রাস্তায় গাছ রোপণ করা, সর্বশেষ মানুষ চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়ে উপহার দিয়েছে। গত ২৫ বছরে কাউরিয়ারচর গ্রামে কোনো দৃশ্যমান উন্নয়নমূলক কাজ হয়নি। এভার আমরা সবাই মিলে মেম্বার পরিবর্তন করায় গত এক বছরের মধ্যে এই রাস্তাটিতে প্রথমে ইটের সলিং হয়েছে পরে রাস্তাটি পাকা হয়েছে। গত ২৫ বছর বাতেন মেম্বার গ্রামের গরিব ও অসহায় মানুষের বিভিন্ন সময় আসা অনুদান আত্মসাতের অভিযোগ রয়েছে। আমরা কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি এবং সরকারি রাস্তাটি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status