দেশ বিদেশ

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭

মানবজমিন ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:৩২ পূর্বাহ্ন

তাইওয়ানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। গতকাল সেখানকার ইলান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। বিবিসি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ৪টায় ট্রেনটি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় অন্তত ১২৬ জন আহত হয়েছেন। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, লাইনচ্যুত ট্রেনে এখনো ৩০ যাত্রী আটকে আছেন। ট্রেনটি রাজধানী তাইপে ও পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী কাউন্টি তাইতুং-এর মধ্যে নিয়মিত যাতায়াত করে। গতকাল দুর্ঘটনায় পড়ার সময় ট্রেনটিতে ৩১০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার ফলে গুরুত্বপূর্ণ এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন জরুরি স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিসের সদস্য ও সেনাবাহিনী। কর্তৃপক্ষ বলছে, প্রধানমন্ত্রীকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, উপকূলের পাশ দিয়ে চলা এই রেলপথ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status