বাংলারজমিন

নাসিরনগরে সংগ্রামকে মনোনয়ন না দেয়ার দাবি ১১ প্রার্থীর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:১৬ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১০-১১ জনের একটি জোট সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন স্থানে সভা-সমাবেশও করছেন। শনিবার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর বাজার ঈদগাহ্‌ মাঠে তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগ  নেতা  এমএ করিম, নাজির মিয়া, উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা আদেশ চন্দ্র দেব, লন্ডন আওয়ামী লীগ নেতা সৈয়দ এহসানুল হক, যুবলীগ নেত্রী এমবি কানিজ প্রমুখ। বক্তরা স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে বর্তমান এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রামের কোনো সম্পর্ক নেই অভিযোগ তোলেন। একইসঙ্গে তাদের মধ্যে থেকে একজনকে মনোনয়ন দেয়ার দাবি জানান। উল্লেখ্য, এ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্বে থাকা এডভোকেট ছায়েদুল হকের মৃত্যুতে শূন্য আসনে এ বছরের ১৩ই মার্চ  উপনির্বাচন হয়। এতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মোট ১৩ জন। এরমধ্যে ছায়েদুল হক জীবিত থাকাকালে তার বিরোধিতায় লিপ্ত স্থানীয় কয়েকজন নেতাসহ ১১ জন জোটবদ্ধ হন দলের মনোনয়ন তাদের মধ্যে থেকে একজনকে দেয়ার জন্যে। যার নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার। কিন্তু তখন নিশ্চিত করে বলা হচ্ছিলো ছায়েদুল হক পত্নীই মনোনয়ন পাবেন। শেষ পর্যন্ত ওই ১১ জনের কারো ভাগ্যে মনোনয়ন জুটেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status