বাংলারজমিন

কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে। শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ মানবাধিকার নাগরিক ফোরাম দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সকালে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বাংলাদেশ মানবাধিকার নাগরিক ফোরামের সভাপতি আহমাদ ফরিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবুল হোসেন মাছুম প্রধান অতিথি এবং কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও চৌদ্দশত ইউপি চেয়ারম্যান এ.বি সিদ্দিক খোকা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক তারেক মিনহাজ কোরায়শী ছোটন, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাংবাদিক শফিক কবীর প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবুল হোসেন মাছুম, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মামুনুর রশিদ, ডা. আলিফ, ডা. মিতু এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. গোলাম হোসেন রোগিদের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা সেবা দেন এবং রোগিদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের ব্যাপারে এলাকাবাসীর ভাষ্য, মানবিক এই উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় মানুষ বিশেষজ্ঞ চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ পেয়েছেন। এলাকার সুবিধাবঞ্চিত মানুষ এতে সীমাহীন উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করার জন্য তারা আয়োজকদের প্রতি অনুরোধ জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status